গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পরেই সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে দুই ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলা নিশ্চিত ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজানা কথা প্রকাশ্যে এনেছেন শুভমন গিল।
কোহলি, রোহিত ছাড়াও বিশ্বকাপ খেলে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। গিল জানিয়েছেন, রোহিত, কোহলিকে বিশ্বকাপ তুলতে দেখা তাঁর কাছে তৃপ্তির ব্যাপার ছিল। শুভমনের কথায়, “এক দিনের বিশ্বকাপের পর আমরা নিশ্চিত ছিলাম না রোহিত ভাই এবং বিরাট ভাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না। তবে ওদের দু’জনকে বিশ্বকাপ জিততে দেখে খুব তৃপ্তি পেয়েছি।”
শুভমনের সংযোজন, “ওই বিশ্বকাপ জিতে দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার খরা কাটিয়েছিলাম। আমার মতে, ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা দারুণ সময় শুরু হয়েছে।”
আরও পড়ুন:
শুভমন সেই প্রতিযোগিতায় রিজ়ার্ভ হিসাবে ছিলেন। মূল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। দূর থেকেই ভারতীয় দলের জয় দেখতে হয়েছে তাঁকে। শুভমন বলেছেন, “বিশ্বকাপ জয় একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার মনে আছে, ফাইনালের দিন বন্ধুদের সঙ্গে ওয়াশিংটনে সময় কাটাচ্ছিলাম। শেষ চারটে ওভার দেখেছি। পুরো ম্যাচ দেখতে পাইনি। তবে ওই চারটে ওভার এবং বিশ্বকাপ জিততে দেখা খুব স্বস্তির ছিল। কারণ আগের বিশ্বকাপটা ভাল যায়নি আমাদের কাছে।”