Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Rohit Sharma

Rohit Sharma: ধবনকে বিশ্বকাপের দলে চান প্রজ্ঞান, প্রাক্তন সতীর্থকে কী জবাব দিলেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধবনের পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রজ্ঞান। তাঁকে আগামী বছর বিশ্বকাপের দলে দেখতে চান তিনি। পাল্টা জবাব দিলেন রোহিত।

ধবনকে নিয়ে জবাব রোহিতের।

ধবনকে নিয়ে জবাব রোহিতের। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ২১:১৬
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে শিখর ধবনের নেতৃত্ব প্রশংসা পাচ্ছে ক্রিকেট মহলে। ব্যাট হাতেও সফল হয়েছে বাঁহাতি ওপেনার। ধবনকে আগামী বছর এক দিনের বিশ্বকাপের দলে দেখতে চান প্রজ্ঞান ওঝা। তাঁর এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত শর্মা।

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য। তাঁর মতে, ভারতের টি-টোয়েন্টি দলে ধবনের সুযোগ না থাকলেও এক দিনের দলে রয়েছে। মেনে নিয়েছেন এক দিনের দলেও ওপেনারদের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। লোকেশ রাহুল, ঈশান কিশনের মতো ক্রিকেটারদের সঙ্গে লড়াই করেই দল ঢুকতে হবে ধবনকে। তবু তিনি চান ভারতের বিশ্বকাপের দলে থাকুন ধবন।

প্রজ্ঞান বলেছেন, ‘‘আমি সঠিক লক্ষ্মণ দেখতে পাচ্ছি। সিনিয়র ক্রিকেটারদের দিকে তাকালেই বুঝতে পারবেন, ওরা কী করছে। ধবনের খেলায় অনেক পরিবর্তন হয়েছে। ও এক ধরনের ক্রিকেটই খেলছে। একাধিক সিনিয়রের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছে। ইংল্যান্ডে ওর ব্যাটিং তেমন ভাল না হলেও ওয়েস্ট ইন্ডিজে কিন্তু দারুণ খেলেছে। ধবন চাইছে ওপেনারের জায়গাটা নিতে। রোহিতও ওকে দলে চাইছে। কারণ, ওদের দু’জনের জুটিটা ভাল।’’

প্রজ্ঞান আরও বলেছেন, ‘‘ওরা দু’জনে মিলে দারুণ পারফরম্যান্স করেছে। এক দিনের ক্রিকেটে ওদের ওপেনিং জুটি বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। বহু বছর ধরে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করায় রোহিতও আস্থা রাখতে পারে। মনে হয় জোর করে পরিবর্তন করতে না চাইলে ধবন থাকবে।’’

প্রাক্তন স্পিনারের মন্তব্য নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে রসিকতার সুরে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘প্রজ্ঞান? ও কি আজ কাল ধারাভাষ্য দিচ্ছে! ঠিক আছে। ভাল কথা।’’ এর পর বলেন, ‘‘দেখুন আমরা যখন খেলি, যার সঙ্গেই জুটি করি, সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমার এবং ধবনের বোঝাপড়া ভাল। মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব দারুণ। মাঠে আমরা সবাই এক সঙ্গে খেলি। একতা খুব গুরুত্বপূর্ণ। আমরা মজা করি। একে অন্যের পিছনে লাগি। দলের এই পরিবেশটা বজায় রাখার চেষ্টা করি আমরা। দলের মধ্যে পরিবেশ যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE