চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকে রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটারদের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপনের সংলাপ ছিল, ‘ভুলনা পড়তা হ্যায়’। অর্থাৎ নতুন ট্রফি জিততে গেলে আগে জেতা ট্রফির কথা ভুলে যেতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভুলে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ঠিকই। কিন্তু সদ্য জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও যে রোহিত এত তাড়াতাড়ি ভুলে যাবেন তা কে ভেবেছিল!
তেমনটাই হয়েছে রবিবার রাতে। দুবাইয়ে ম্যাচ জেতার পর ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। অবসর নিয়ে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। শেষে সাংবাদিকদের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। তবে ঘর থেকে বেরোনোর সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই নিতে ভুলে যান রোহিত! সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
রোহিতের ভুলে যাওয়ার রোগ নতুন নয়। অতীতে বার বার বিভিন্ন জিনিস ভুলে গিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এক দিন বাসে ওঠার আগে তাঁর মনে পড়েছিল মোবাইল নিতে ভুলে যাওয়ার কথা। এক কর্মীকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মোবাইল নিয়ে আসতে হয়েছিল। শুধু মোবাইল নয়, পাসপোর্ট, মানিব্যাগ, ঘরের চাবি ইত্যাদি দরকারি জিনিস ভুলে যাওয়ার বিস্তর ‘ইতিহাস’ রয়েছে রোহিতের।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত অবসর নিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেছেন, “আমি এক দিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না। আপাতত কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যে ভাবে চলছে সে ভাবেই সব চলুক।”