Advertisement
E-Paper

বিশ্বরেকর্ড রোহিতের! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানের ইনিংসে ভাঙলেন ক্রিস গেলের নজির

রোহিত শর্মা বিশ্বের একমাত্র ক্রিকেটার, অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর ২৫০টি ছক্কা মারার নজির রয়েছে। মঙ্গলবার ছক্কার মারার আরও একটি বিশ্বরেকর্ড করেছেন তিনি।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২১:১৪
Share
Save

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে মঙ্গলবার এসেছে একটি ছক্কা। তাতেই একটি বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন রোহিত। মঙ্গলবার রোহিত আইসিসির প্রতিযোগিতায় নিজের ৬৫তম ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভেঙে দিলেন ক্রিস গেলের বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার আইসিসির প্রতিযোগিতায় ৬৪টি ছক্কা মেরেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ছয়ের সংখ্যা ৪৯টি। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। আইসিসির প্রতিযোগিতায় তাঁর ছক্কার সংখ্যা ৪৫টি। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দু’জনেরই আইসিসি প্রতিযোগিতায় ছয়ের সংখ্যা ৪২টি।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা হল ৩৩৮। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ৩৫১টি ছয় রয়েছে। এক দিনের আন্তর্জাতিকে আর ১৪টি ছক্কা মারলেও আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে দেবেন রোহিত।

উল্লেখ্য, রোহিতই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি ছক্কা মারার নজির গড়েছেন। এ ছাড়াও টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছয়ের সংখ্যা ২০৫। তিনিই বিশ্বের এক মাত্র ক্রিকেটার, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে যাঁর ২০০টি ছক্কা রয়েছে।

Rohit Sharma world record Chris Gayle six

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}