ভারতের কাছে হারের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তার পরেই দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে তারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে, কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ানের মধ্যে ঝামেলার কারণেই এত খারাপ ফল হয়েছে পাকিস্তানের। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দু’জনের মতানৈক্য হয়েছে, যা এখন জানা গিয়েছে।
দলের কোচ এবং অধিনায়ক, দু’জনেই সব ক্ষমতা নিজের হাতে রাখতে চেয়েছিলেন। ফলে থেকে থেকেই ঝামেলা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর মত নেওয়া হয়নি বলে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন রিজ়ওয়ান। তিনি খুশদিল শাহকে নেওয়ার কথা বললেও জাভেদ বাধা দেন এবং ফাহিম আশরফকে দলে নেন। নির্বাচক কমিটি এবং রিজ়ওয়ান কখনওই একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাক বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দু’বার নির্বাচিত দলের তালিকা ফেরত পাঠিয়েছিলেন। তবে তাঁর পরামর্শ উপেক্ষা করা হয়। তবে নকভি নিজের অধিকার প্রয়োগ করে একপাক্ষিক ভাবে দলে পরিবর্তন করতে চাননি।
প্রতিযোগিতার পরে পিসিবি দলের পারফরম্যান্স খতিয়ে দেখবে। যা যা ভুল হয়েছে এবং যেখানে যেখানে উন্নতি করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা পরিষ্কার, জাভেদ নিজে থেকে পদত্যাগ করবেন না। বোর্ড তাঁকে অন্তর্বর্তিকালীন কোচ হিসাবে নিয়োগ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁর আর কোচ থাকার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
সমর্থকদের বিক্ষোভ এড়াতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচক কমিটিকে কাঠগড়ায় তোলা হতে পারে। বাবর আজমের ফর্ম নিয়ে চিন্তিত পিসিবি। কারণ এক বছরের বেশি সময় ধরে তিনি ভাল খেলতে পারছেন না। জাভেদ এবং নির্বাচকেরা জানিয়েছেন, তাঁরা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে আসল সত্যিটা আলাদা। ওপেনিং ব্যাটার, স্পিন বোলার এবং অলরাউন্ডার বেছে নেওয়ার ক্ষেত্রে যে ভুল হয়েছে, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।