এ বারের আইপিএলে বিরাট কোহলির অনুকরণে ‘নোটবুক উচ্ছ্বাস’ করে দু’বার শাস্তি পেয়েছিলেন লখনউয়ের ক্রিকেটার দিগ্বেশ রাঠি। তবে ভবিষ্যতে একই কায়দায় উচ্ছ্বাস করলেও হয়তো তাঁকে শাস্তি দেওয়া হবে না। সৌজন্যে বোর্ডের একটি নির্দেশ।
পঞ্জাব ম্যাচে প্রিয়াংশ আর্যকে আউট করে তাঁর সামনে ‘নোটবুক উচ্ছ্বাস’ করে শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ। পরের ম্যাচে একই কাজ করেন মুম্বইয়ের নমন ধীরকে আউট করে এবং শাস্তিও পান। তার পরের ম্যাচে সুনীল নারাইনকে ফিরিয়ে মাটিতেই কিছু লেখার ভঙ্গিতে উচ্ছ্বাস করেন। সেই ম্যাচে শাস্তি পাননি।
সম্প্রতি বোর্ড একটি নির্দেশ পাঠিয়েছে সমস্ত আম্পায়ারকে। সেখানে ক্রিকেটারদের উচ্ছ্বাসের প্রতি একটু নমনীয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়াবাড়ি কিছু না করলে যাতে শাস্তি না দেওয়া হয়, সেই বার্তা দেওয়া হয়েছে। এতে সুবিধা হয়েছে দিগ্বেশের।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিগ্বেশ শাস্তি পাওয়ার পর আম্পায়ারদের সমালোচনা করেছিলেন দুই ধারাভাষ্যকার সাইমন ডুল এবং সুনীল গাওস্কর। ডুল বলেছিলেন, “দলকে জরিমানা দিতে হচ্ছে, যেটা একটুও পছন্দ নয় আমার। আমি উচ্ছ্বাস দেখতে ভালবাসি। আমার মনে হয় না দিগ্বেশ ভুল কিছু করেছে। ভারতীয় ক্রিকেটারদের এর থেকেও খারাপ উচ্ছ্বাস করতে দেখেছি। মুখের সামনে এসে অঙ্গভঙ্গি করেও শাস্তি পায়নি। তা হলে তরুণ একটা ক্রিকেটারকে শাস্তি দেওয়ার কী অর্থ?”
গাওস্কর প্রশ্ন তুলেছিলেন শাস্তির যৌক্তিকতা নিয়ে। নিজের কলামে লিখেছিলেন, “প্রথম বার প্রিয়াংশ আর্যকে আউট করে শাস্তি পেয়েছিল দিগ্বেশ। সেটা সঠিক ছিল, কারণ বিপক্ষের ব্যাটারের সাজঘরে ফেরার রাস্তা আটকে উচ্ছ্বাস প্রকাশ করেছিল। সেটা উচিত হয়নি। পরের বার তো আউট হওয়া ব্যাটারের ধারেকাছেও ছিল না। তা হলে কেন শাস্তি পেল?”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ