মুম্বইয়ের মাঠে ১০ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার। তবু তাঁকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে পাটিদারকে। সোমবারের ম্যাচে মন্থর বোলিং করেছে বেঙ্গালুরু। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেননি বেঙ্গালুরুর বোলারেরা। তাই অধিনায়ক পাটিদারকে জরিমানা করা হয়েছে। এ বারের আইপিএলে এই নিয়ে চার অধিনায়ককে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হল। পাটিদারের আগে হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ এবং রিয়ান পরাগকেও একই কারণে জরিমানা করা হয়েছিল।
আইপিএলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে ‘‘এই মরসুমে বেঙ্গালুরু প্রথম বার আইপিএলের আদর্শ আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করল। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বেঙ্গালুরু। সে কারণে রজত পাটিদারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’’
সোমবার ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন পাটিদার। মারেন ৫টি চার এবং ৪টি ছক্কা। চার নম্বরে ব্যাট করতে নেমে দলকে পৌঁছে দেন ভাল জায়গায়। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পান।