ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলীর। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে তিনি। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। কোহলীর নীচেই রয়েছেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
ভাল খেলার পুরস্কার ফাইল চিত্র।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটে দুরন্ত ১৭৫ রান ও তার পর বল হাতে ৯ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইসিসি তালিকায় সেরা অলরাউন্ডার হলেন তিনি। জাডেজার পয়েন্ট ৪০৬। তালিকায় দু’ধাপ উঠেছেন তিনি। প্রথম তিনে রয়েছেন জাডেজার জুটি রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।
অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চারে বাংলাদেশের শাকিব আল হাসান। পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস। বাকি পাঁচ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোম, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের ক্রিস ওকস।
Jadeja reaches the summit
— ICC (@ICC) March 9, 2022
Kohli, Pant move up
Some big movements in the latest update to the @MRFWorldwide ICC Men's Test Player rankings
Details https://t.co/BjiD5Avxhk pic.twitter.com/U4dfnrmLmE
ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলীর। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে তিনি। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। কোহলীর নীচেই রয়েছেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। কোহলীর ঠিক আগেই রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
টেস্টের বোলারদের তালিকাতেও রয়েছেন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে কামিন্স। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। দশম স্থানে রয়েছেন পেসার জশপ্রীত বুমরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy