২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ বার তিন অঙ্কে পৌঁছেছিলেন কোহলী। তার পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি এক দিনের ম্যাচ, ২৫ টি২০ ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি।
কোহলীকে নিয়ে কী বললেন শাস্ত্রী ফাইল চিত্র
টানা ১০০ ম্যাচ ধরে শতরান করতে পারেননি বিরাট কোহলী। এ বারের আইপিএলে সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলে শূন্য রান করে আউট হয়েছেন বিরাট। কেন তিনি এত খারাপ খেলছেন সে কারণ জানিয়েছেন কোহলীর সঙ্গে দীর্ঘ দিন জাতীয় দলে কাটানো ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, কোহলীর মাথা কাজ করছে না। তাই তাঁকে ক্রিকেট থেকে কিছু দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে আখেরে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে বলে দাবি করেছেন শাস্ত্রী।
কোহলীর প্রসঙ্গে বলতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘‘কোচ হিসাবে দলের ক্রিকেটারদের ভাল-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনও ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলীর দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার তো সেটা কোহলী।’’
করোনা পরিস্থিতির মধ্যে জৈবদুর্গে থেকে টানা খেলার ফলে কোহলীর এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘জৈবদুর্গে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনও জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এ ভাবে হবে না। কোহলীর মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে।’’
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ বার তিন অঙ্কে পৌঁছেছিলেন কোহলী। তার পর থেকে তিনি ১৭টি টেস্ট, ২১টি এক দিনের ম্যাচ, ২৫ টি২০ ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy