ঢুলের শতরান। ফাইল ছবি
স্বপ্নের সময় যাচ্ছে যশ ঢুলের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর আইপিএল-এর দলে সুযোগ পেয়েছিলেন। তার আগে মিলেছিল দিল্লির রঞ্জি দলে সুযোগও। এ বার দিল্লির হয়ে রঞ্জি অভিষেকেই শতরান করে ফেললেন ঢুল। বৃহস্পতিবার তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই শতরান করেন তিনি।
১৯ বছরের ক্রিকেটারকে ওপেনার হিসেবে নামিয়েছিল দিল্লি। বাকি কোনও ব্যাটার সে ভাবে তাঁকে সঙ্গ দিতে না পারলেও একাই খেলে চলেন যশ। ১৩৩ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকর এবং পৃথ্বী শ-কে। দু’জনেই রঞ্জির অভিষেক ম্যাচে শতরান করেছিলেন। পৃথ্বী জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেকেও শতরান করেছেন। তিনিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। যশের শতরানের পর বাবা বিজয় আনন্দবাজার অনলাইনকে বললেন, “দারুণ লাগছে। রঞ্জিতে শতরান তো এমনিতেই বিশেষ অনুভূতি। তার উপর অভিষেক ম্যাচেই শতরান আরও আত্মবিশ্বাসী করে তুলবে ওকে।”
𝙒𝙝𝙖𝙩 𝘼 𝙈𝙤𝙢𝙚𝙣𝙩! 👌 👌
— BCCI Domestic (@BCCIdomestic) February 17, 2022
💯 on Ranji Trophy debut! 👏 👏
This has been a fantastic batting performance from Yash Dhull in his maiden First Class game. 👍 👍 @Paytm | #RanjiTrophy | #DELvTN | @YashDhull2002
Follow the match ▶️ https://t.co/ZIohzqOWKi pic.twitter.com/uaukVSHgUq
নিজের ইনিংসে ১৮টি চার মেরেছেন যশ। প্রথম শ্রেণির ক্রিকেটে দাপটের সঙ্গে অভিষেক হল তাঁর। ৯৭ রানের মাথায় মিড উইকেটে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। কিন্তু বোলার মহম্মদ নো বল করায় আউট হননি। শেষে মহম্মদের বলেই ১১৩ রানে ফিরে যান যশ। দিল্লির হয়ে অর্ধশতরান করে এই মুহূর্তে অপরাজিত রয়েছেন জন্টি সিধু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy