—ফাইল চিত্র
ভারতীয় টেস্ট দল থেকে বাদ যাওয়ার পর আইপিএলে দুরন্ত ছন্দে ঋদ্ধিমান সাহা। বাংলার রঞ্জি দলেও রাখা হয়েছে তাঁকে। কিন্তু অভিজ্ঞ উইকেটরক্ষক আদৌ খেলবেন তো? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঋদ্ধিমান নিজে বলছেন, এ ব্যাপারে যা বলার সিএবি বলবে। আনন্দবাজার অনলাইনকে বাংলার কোচ অরুণ লাল জানালেন, সেই সিদ্ধান্ত নেবেন ঋদ্ধিই।
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে আটটি ম্যাচ খেলেছেন ঋদ্ধি। করেছেন ২৮১ রান। ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান করেছেন তিনি। যতই সাদা বলের খেলা হোক, ঋদ্ধি যে ছন্দে রয়েছেন তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এমন অবস্থায় তাঁকে বাদ দিয়ে বাংলা দল গড়ার কথা ভাবতেই পারেননি নির্বাচকরা। রঞ্জির নক আউট পর্বের জন্য যে ২২ জনের দল বেছে নিয়েছে বাংলা, সেই দলে রয়েছেন ঋদ্ধি। ভারতীয় দল থেকে শ্রীলঙ্কা সিরিজে বাদ গিয়েছিলেন। এমন অবস্থায় তাঁকে পাওয়ার আশা নিয়েই দল গড়েছে বাংলা। কিন্তু তিনি খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
অরুণ লাল বললেন, “ঋদ্ধিকে পাওয়া গেলে সেটা বাংলা দলের কাছে খুবই লাভজনক হবে। তবে ও খেলবে কি না, সেটা সম্পূর্ণ ঋদ্ধির সিদ্ধান্ত।” ভারতীয় দল থেকে বাদ যাওয়ার পর সাংবাদিকদের ঋদ্ধি জানিয়েছিলেন, বাংলা রঞ্জির নক আউটে উঠলে তিনি খেলবেন। এখনও পর্যন্ত তিনি খেলবেন না বলেও জানাননি। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বললেন, “ঋদ্ধিদাকে দলে পেলে খুব উপকার হবে। ওর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। তবে খেলবে কি না সেটা ঋদ্ধিদাই জানাবে।”
বাংলা দলে সুযোগ পাওয়া নিয়ে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে এই ব্যাপারে ঋদ্ধিকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে জানালেন, ‘‘যা বলার আইপিএলের পর বলব।’’ তিনি কি খেলবেন? ঋদ্ধির জবাব, ‘‘সেটা বলতে পারব না। যা বলার সিএবি বলতে পারবে।’’
আইপিএলের প্লে-অফে উঠেছে গুজরাত টাইটান্স। তাই প্লে-অফ খেলতে কলকাতাতেই আসবেন ঋদ্ধি। ২৪ এবং ২৫ মে প্লে-অফের দু’টি ম্যাচ রয়েছে ইডেনে। সেখানে খেলতে দেখা যেতে পারে ঋদ্ধিমান এবং মহম্মদ শামিকে। বাংলা দল বেঙ্গালুরু যাবে ২৭ মে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy