রঞ্জিতে ইতিহাস না হলেও মুম্বইয়ের হয়ে নজির গড়েছেন পৃথ্বী। —ফাইল চিত্র
রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে ৩৭৯ রান করেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রশংসা পেলেন না পৃথ্বী শ। তরুণ ওপেনারের প্রশংসা করেছেন শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদবরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও টুইট করে প্রশংসা করেন পৃথ্বীর। কিন্তু ভারত অধিনায়ক রোহিতের থেকে কোনও বার্তা পেলেন না তিনি। চুপ বিরাটও।
পৃথ্বীর ইনিংসের পর জয় শাহ টুইট করে লেখেন, “রেকর্ড বুকে আরও এক বার। পৃথ্বী শয়ের আরও একটি অনবদ্য ইনিংস। রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এল তার ব্যাট থেকে। দারুণ প্রতিভা এবং আগামী দিনে বড় কিছু করার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। ভীষণ গর্বিত।” উত্তরে পৃথ্বী টুইট করে লেখেন, “অসংখ্য ধন্যবাদ জয় শাহ স্যর। আপনার এই শুভাচ্ছা আমার কাছে অনেক পাওয়া। ভবিষ্যতেও পরিশ্রম করে যাব।”
মুম্বইয়ের দুই ক্রিকেটার সূর্যকুমার এবং শ্রেয়সও শুভেচ্ছা জানিয়েছেন পৃথ্বীকে। সূর্যকুমার টুইট করে লেখেন, “পৃথ্বী শ। ৩৭৯। এটা পাগলামো।” শ্রেয়স টুইট করে লেখেন, “চ্যাম্পিয়ন ক্রিকেটার। দুর্দান্ত পৃথ্বী।” মুম্বইয়ের ওপেনার যদিও তাঁদের টুইটে কোনও বক্তব্য করেননি। মুম্বইয়ের এই দুই ক্রিকেটার পৃথ্বীকে শুভেচ্ছা জানালেও রোহিত বা বিরাট তাঁকে কোনও কিছু বলেননি।
Thank you so much @JayShah sir. Your words of encouragement means a lot. Will keep working hard. https://t.co/RoDw5FbUEV
— Prithvi Shaw (@PrithviShaw) January 11, 2023
𝐏𝐫𝐢𝐭𝐡𝐯𝐢 𝐒𝐡𝐚𝐰.
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 11, 2023
𝟑𝟕𝟗.
𝐌𝐚𝐝𝐧𝐞𝐬𝐬.
🙌 pic.twitter.com/3AhZv0ipwZ
Champion player 💪 Too good @PrithviShaw 💯💯💯 👏 pic.twitter.com/5wZ29EasNb
— Shreyas Iyer (@ShreyasIyer15) January 11, 2023
রঞ্জিতে ইতিহাস না হলেও মুম্বইয়ের হয়ে নজির গড়েছেন পৃথ্বী। রঞ্জিতে এর আগে মুম্বইয়ের কোনও ব্যাটার এত রান করেননি। এখানেও মঞ্জরেকরের নজির ভেঙেছেন পৃথ্বী। পাশাপাশি প্রথম ভারতীয় হিসাবে রঞ্জি ট্রফিতে ত্রিশতরান, বিজয় হজারে ট্রফিতে দ্বিশতরান এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান রয়েছে তাঁর। বুধবার মধ্যাহ্নভোজের পরেই রিয়ান পরাগের বলে ফিরে যান পৃথ্বী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy