Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rahul Dravid

Rahul Dravid: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগে দ্রাবিড়ের মাথায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ

কোহলীর জায়গায় ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন রোহিত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কোচ দ্রাবিড়।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট নিয়ে দ্রাবিড়ের প্রতিক্রিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট নিয়ে দ্রাবিড়ের প্রতিক্রিয়া ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৬:৩০
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর ভারতের টেস্ট সিরিজ যখন স্থগিত হয়েছিল তখন ভারতীয় অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। ১ জুলাই থেকে শুরু হতে চলা শেষ টেস্টে ভারতীয় অধিনায়ক হিসাবে নামবেন রোহিত শর্মা। মাঝের সময়ে দলে অনেক বদলও হয়েছে। এই সব বদলের কোনও প্রভাব ভারতের খেলায় পড়বে না বলে জানিয়েছেন দলের কোচ রাহুল দ্রাবিড়। যদিও বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ শেষ হওয়ার পরে সোমবার সকালে ইংল্যান্ড গিয়েছেন দ্রাবিড়। বিরাট কোহলী, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারারা আগে থেকেই সেখানে রয়েছেন। ইংল্যান্ড রওনা হওয়ার আগে দ্রাবিড় বলেছেন, ‘‘গত বছর পরিস্থিতি অন্য ছিল। এই সময়ের মধ্যে দলে অনেক বদল হয়েছে। তবে তার প্রভাব খেলায় পড়বে না। কারণ, এই ম্যাচেই সিরিজের ভাগ্য ঠিক হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে দলের ছেলেরা টেস্ট জিততে চাইবে। ওরা তৈরি।’’

দল প্রস্তুত থাকলেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না দ্রাবিড়। কারণ, ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম। ভারতের মতো ইংল্যান্ডেরও অধিনায়ক বদলেছে। জো রুটের জায়গায় স্টোকস অধিনায়ক হওয়ার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। প্রথম দু’টি টেস্ট জিতেছেন স্টোকসরা। ইংল্যান্ডের খেলা দেখে সতর্ক দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘আগের বার ইংল্যান্ড কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু গত দুই টেস্টে ওরা ভাল ক্রিকেট খেলেছে। তাই ইংল্যান্ডকে হারাতে হলে ওদের থেকেও ভাল ক্রিকেট খেলতে হবে আমাদের।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE