ফাইল চিত্র।
মাস কয়েক হল ভারতীয় সিনিয়র দলের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। তার মধ্যেই নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মনে করেন, দ্রাবিড়কে এখন ‘ম্যান ম্যানেজমেন্ট’-এর ওপর গুরুত্ব দিতে হবে।
কোচ দ্রাবিড়কে নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে ওয়ার্ন বলেছেন, ‘‘রাহুল দারুণ ক্রিকেটার ছিল। এই দলটার মধ্যে ও একটা ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে আসবে। পাশাপাশি কৌশলগত দিক দিয়েও ও দলকে সমৃদ্ধ করবে বলে মনে হয়।’’
তবে এর পরেই ওয়ার্ন মনে করিয়ে দিয়েছেন যে, আধুনিক ক্রিকেটে কোচের সংজ্ঞাটা এখন বদলে যাচ্ছে। কিংবদন্তি এই স্পিনারের কথায়, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে কোচ কথাটায় আমার আপত্তি আছে। ঘরোয়া ক্রিকেটে কোচের অবশ্যই অনেক গুরুত্ব আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোচ নয়, ম্যানেজার বলা উচিত।’’ কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ওয়ার্ন। প্রাক্তন এই লেগস্পিনার বলেছেন, ‘‘ছোটদের ক্ষেত্রে নানা পরামর্শ দেওয়া যায়। বয়সভিত্তিক ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে টেকনিক্যাল কোচিং দরকার। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোচিংটা মূলত রণনীতি সংক্রান্ত এবং মানসিক কাঠিন্য বাড়ানোর। যেটা প্রথাগত কোচেদের কাজ নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy