চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতেছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করেও জয় পেয়েছেন রোহিত শর্মারা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে স্বভাবতই আত্মবিশ্বাসের ঘাটতি নেই ভারতীয় শিবিরে।
হারলেই বিদায়। গত এক দিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ফিকে হয়নি ভারতীয় শিবিরে। স্টিভ স্মিথের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই সতর্ক গৌতম গম্ভীর। এ বার অস্ট্রেলিয়ার বোলিং কিছুটা দুর্বল হলেও ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে নিউ জ়িল্যান্ডের মতো সমস্যায় অস্ট্রেলিয়া পড়বে না বলেই মনে করা হচ্ছে। তাই সামান্য পরিবর্তন হতে পারে ভারতের প্রথম একাদশে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।
ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমন গিল। ওপেনিং জুটি বদল করার কোনও প্রশ্ন নেই। বলা ভাল ব্যাটিং অর্ডার পরিবর্তনের সম্ভাবনাও নেই। আগের তিনটি ম্যাচের মতোই অপরিবর্তিত থাকবে ভারতীয় দলের ব্যাটিং শক্তি। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তাঁর পর ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পাকা শ্রেয়স আয়ারেরও। গম্ভীরের পরিকল্পনা মতোই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসবেন অক্ষর পটেল। ছয় নম্বরে থাকবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে ধরেও খেলতে পারবেন। এই ম্যাচেও ঋষভ পন্থের খেলার সম্ভাবনা নেই।
ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পাণ্ড্য। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। হার্দিক এবং জাডেজা থাকবেন ফিনিশারের দায়িত্বে। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। ব্যাটিং অর্ডারের নয় থেকে ১১ নম্বরে নামবেন হর্ষিত রানা, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছেন বরুণ। এমন সাফল্যের পর তাঁর সেমিফাইনাল খেলা এক রকম নিশ্চিত। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার স্পিনারে খেলার ঝুঁকি সম্ভবত নেবেন না গম্ভীর। তাই বসতে হতে পারে কুলদীপ যাদবকে। দু’জন বিশেষজ্ঞ জোরে বোলারকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অভিজ্ঞ শামি থাকবেন প্রথম একাদশে। ফিরবেন হর্ষিত।
অন্য দিকে, অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একাধিক পরিবর্তন হতে পারে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথু শর্ট। তাঁর পরিবর্তে ওপেন করতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুবাইয়ের পিচে তাঁর লেগ স্পিন বাড়তি পাওয়া হবে। ইনিংসের শুরুতে থাকবেন ট্রেভিস হেডও। তিন নম্বরে অধিনায়ক স্মিথের নামা নিয়ে কোনও প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন মার্নাস লাবুশেন। পাঁচ নম্বরে জস ইংলিসের খেলা নিয়েও সংশয় নেই। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে অ্যালেক্স ক্যারের বদলে অস্ট্রেলিয়া খেলাতে পারে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলিকে। তাঁর বাঁহাতি স্পিন কাজে লাগতে পারে। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলের খেলাও এক রকম নিশ্চিত।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় থাকতে পারেন চার বিশেষজ্ঞ বোলার। আট নম্বরে সম্ভবত দেখা যাবে সিন অ্যাবটকে। তাঁর ব্যাটের হাতও খারাপ নয়। তার পর ন’নম্বরে দেখা যেতে পারে বেন ডোয়ারশুইসকে। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে থাকবেন লেগ স্পিনার অ্যাডাম জ়াম্পা। ১১ নম্বরে থাকবেন স্পেনসর জনসন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জ়াম্পা, স্পেনসর জনসন।