ম্যাচের সেরা প্রসিদ্ধ ছবি: টুইটার
মোতেরায় দ্বিতীয় এক দিনের ম্যাচে ৯ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ভাল শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দিয়েছেন। শেষ উইকেটটিও তাঁরই দখলে। এক বছর আগে জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণর সেরা বোলিং এই ম্যাচেই। কোন মন্ত্রে সাফল্য এল সেটা ম্যাচ শেষে জানালেন ম্যাচের সেরা প্রসিদ্ধ।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে প্রসিদ্ধ বলেন, ‘‘যে দিন থেকে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছে সে দিন থেকে কী ভাবে ধারাবাহিক খেলা যায় সেই চেষ্টা করেছি। শুরুর দিকে মাঠের মধ্যে খুব উত্তেজিত হয়ে পড়তাম। অনেক কিছু মাথার মধ্যে চলত। অনেক নতুন কিছু করার চেষ্টা করতাম। ফলে সে ভাবে সফল হতে পারিনি।’’
তবে সাম্প্রতিক সময়ে তিনি অনেক বেশি পরিকল্পনা করে মাঠে নামেন বলে জানিয়েছেন প্রসিদ্ধ। তিনি বলেন, ‘‘এখন অনেক পরিণত হয়েছি। এক সঙ্গে অনুশীলন করতে করতে সবার সঙ্গে সম্পর্ক আরও ভাল হয়েছে। মাঠে কী করতে হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাই এই সাফল্য এসেছে।’’
মাঠে তাঁকে অধিনায়ক রোহিত শর্মা অনেক সাহায্য করেছেন বলে জানিয়েছেন প্রসিদ্ধ। তিনি তার জন্য অভিভূত। প্রসিদ্ধ বলেন, ‘‘রোহিত অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। তাই ওর কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভাল লাগছে। নেটে প্রতি দিন খুব পরিশ্রম করি। তার ফল পেয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy