Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2022

শামিকে প্রথম দলে না রেখে ভুল হল না তো? বিশ্বকাপের টি২০ দলের গত এক বছরের পারফরম্যান্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা অনেকেই এ বারের প্রথম দলে নেই। এ বারের দলে সুযোগ পাওয়া ১৫ জনের গত এক বছরে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কেমন?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৭
Share: Save:
০১ ১৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা অনেকেই এ বারের প্রথম দলে নেই। এ বারের দলে সুযোগ পাওয়া ১৫ জনের গত এক বছরে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কেমন? এক নজরে দেখে নেওয়া যাক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা অনেকেই এ বারের প্রথম দলে নেই। এ বারের দলে সুযোগ পাওয়া ১৫ জনের গত এক বছরে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কেমন? এক নজরে দেখে নেওয়া যাক।

০২ ১৮
রোহিত শর্মা: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক। এই সময়ের মধ্যে চারটি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। মোট সংগ্রহ ৫৮২ রান। গড় ৩০.৬৩। ওপেন করতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ব্যাট থেকে রান চাইবে ভারত।

রোহিত শর্মা: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক। এই সময়ের মধ্যে চারটি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। মোট সংগ্রহ ৫৮২ রান। গড় ৩০.৬৩। ওপেন করতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ব্যাট থেকে রান চাইবে ভারত।

০৩ ১৮
লোকেশ রাহুল: গত এক বছরে অনেকটা সময় চোট সারানোর জন্য কেটে গিয়েছে রাহুলের। আইপিএল খেলার পর চোট পেয়েছিলেন তিনি। জার্মানিতে গিয়ে চিকিৎসা করান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন রাহুল। করেছেন মাত্র ২১২ রান। অর্ধশতরান মাত্র দু’টি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সহ-অধিনায়ক।

লোকেশ রাহুল: গত এক বছরে অনেকটা সময় চোট সারানোর জন্য কেটে গিয়েছে রাহুলের। আইপিএল খেলার পর চোট পেয়েছিলেন তিনি। জার্মানিতে গিয়ে চিকিৎসা করান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন রাহুল। করেছেন মাত্র ২১২ রান। অর্ধশতরান মাত্র দু’টি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সহ-অধিনায়ক।

০৪ ১৮
বিরাট কোহলী: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছারেন বিরাট। এর পর একের পর এক সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। রানও পাচ্ছিলেন না তিনি। এশিয়া কাপে ছন্দে ফেরেন বিরাট। বিশ্বকাপের পর থেকে ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট। এশিয়া কাপে দু’টি অর্ধশতরান এবং একটি শতরান এসেছে বিরাটের ব্যাট থেকে। বিশ্বকাপেও তাঁর ব্যাটে রান চাইবেন সমর্থকরা।

বিরাট কোহলী: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছারেন বিরাট। এর পর একের পর এক সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। রানও পাচ্ছিলেন না তিনি। এশিয়া কাপে ছন্দে ফেরেন বিরাট। বিশ্বকাপের পর থেকে ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট। এশিয়া কাপে দু’টি অর্ধশতরান এবং একটি শতরান এসেছে বিরাটের ব্যাট থেকে। বিশ্বকাপেও তাঁর ব্যাটে রান চাইবেন সমর্থকরা।

০৫ ১৮
সূর্যকুমার যাদব: গত বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। করেছেন ৬৩০ রান। একটি শতরানও করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শতরান আত্মবিশ্বাস দেবে সূর্যকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের বড় ভরসা তিনি।

সূর্যকুমার যাদব: গত বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। করেছেন ৬৩০ রান। একটি শতরানও করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই শতরান আত্মবিশ্বাস দেবে সূর্যকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের বড় ভরসা তিনি।

০৬ ১৮
দীপক হুডা: এই বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। আয়ারল্যান্ডে গিয়ে শতরান করে নজর কাড়েন তিনি। জায়গা করে নেন এশিয়া কাপের দলেও। সেই প্রতিযোগিতায় খুব বেশি রান করতে পারেননি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে তাঁকে। অভিষেকের পর থেকে ১২টি ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৩ রান। বোলিংও করতে পারেন তিনি। যা বাড়তি সুবিধা দিতে পারে ভারতকে।

দীপক হুডা: এই বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। আয়ারল্যান্ডে গিয়ে শতরান করে নজর কাড়েন তিনি। জায়গা করে নেন এশিয়া কাপের দলেও। সেই প্রতিযোগিতায় খুব বেশি রান করতে পারেননি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে তাঁকে। অভিষেকের পর থেকে ১২টি ম্যাচে তাঁর সংগ্রহ ২৯৩ রান। বোলিংও করতে পারেন তিনি। যা বাড়তি সুবিধা দিতে পারে ভারতকে।

০৭ ১৮
ঋষভ পন্থ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তিনি। গত এক বছরে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পন্থ। তাঁর সংগ্রহ ৩৪৪ রান। গড় ২৬.৪৬। এই এক বছরে তিনি মাত্র একটি অর্ধশতরান করেছেন।

ঋষভ পন্থ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তিনি। গত এক বছরে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পন্থ। তাঁর সংগ্রহ ৩৪৪ রান। গড় ২৬.৪৬। এই এক বছরে তিনি মাত্র একটি অর্ধশতরান করেছেন।

০৮ ১৮
দীনেশ কার্তিক: ইংল্যান্ডে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছিলেন বিশ্বকাপ খেলবেন। সেটাই ঠিক প্রমাণিত হল। আইপিএলে ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করার পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয় তাঁর। তার পর থেকে ১৮টি ম্যাচ খেলেছেন কার্তিক। করেছেন ১৯৩ রান। এশিয়া কাপে তাঁকে প্রায় ব্যাট করতে নামতেই হয়নি। প্রথম ম্যাচে ১ রান করে অপরাজিত ছিল। সুপার ফোরের দু’টি ম্যাচে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। এ বার সুযোগ এশিয়া কাপে।

দীনেশ কার্তিক: ইংল্যান্ডে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছিলেন বিশ্বকাপ খেলবেন। সেটাই ঠিক প্রমাণিত হল। আইপিএলে ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করার পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয় তাঁর। তার পর থেকে ১৮টি ম্যাচ খেলেছেন কার্তিক। করেছেন ১৯৩ রান। এশিয়া কাপে তাঁকে প্রায় ব্যাট করতে নামতেই হয়নি। প্রথম ম্যাচে ১ রান করে অপরাজিত ছিল। সুপার ফোরের দু’টি ম্যাচে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। এ বার সুযোগ এশিয়া কাপে।

০৯ ১৮
হার্দিক পাণ্ড্য: শেষ টি- টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেছেন শুধু ব্যাটার হিসাবে। আইপিএল দেখা যায় অলরাউন্ডার হার্দিককে। ভারতীয় দলেও ফিরে এসেছেন চোট সারিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে তাঁর ছক্কা মেরে ম্যাচ জেতানো এখনও মনে রয়েছে সকলের। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠে অলরাউন্ডার হার্দিক ভারতের অন্যতম অস্ত্র।

হার্দিক পাণ্ড্য: শেষ টি- টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেছেন শুধু ব্যাটার হিসাবে। আইপিএল দেখা যায় অলরাউন্ডার হার্দিককে। ভারতীয় দলেও ফিরে এসেছেন চোট সারিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে তাঁর ছক্কা মেরে ম্যাচ জেতানো এখনও মনে রয়েছে সকলের। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠে অলরাউন্ডার হার্দিক ভারতের অন্যতম অস্ত্র।

১০ ১৮
রবিচন্দ্রন অশ্বিন: গত বারের বিশ্বকাপে তাঁকে দলে রাখা হলেও পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি। বিশ্বকাপের পর মাত্র সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অশ্বিন। এশিয়া কাপেও সব ম্যাচ খেলানো হয়নি তাঁকে। সাত ম্যাচে আটটি উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ডার হিসাবেও ভারতীয় দলে বড় ভূমিকা নিতে পারেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিন: গত বারের বিশ্বকাপে তাঁকে দলে রাখা হলেও পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হয়নি। বিশ্বকাপের পর মাত্র সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অশ্বিন। এশিয়া কাপেও সব ম্যাচ খেলানো হয়নি তাঁকে। সাত ম্যাচে আটটি উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ডার হিসাবেও ভারতীয় দলে বড় ভূমিকা নিতে পারেন তিনি।

১১ ১৮
যুজবেন্দ্র চহাল: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে না নেওয়ায় প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের পর দলে ফেরেন তিনি। গত এক বছরে খেলেছেন ১৭টি ম্যাচ। নিয়েছেন ২০টি উইকেট। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট নিলেও খুব বেশি ছাপ ফেলতে পারেননি। বিশ্বকাপে যদিও এ বার তাঁর উপর ভরসা রেখেছে দল।

যুজবেন্দ্র চহাল: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে না নেওয়ায় প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের পর দলে ফেরেন তিনি। গত এক বছরে খেলেছেন ১৭টি ম্যাচ। নিয়েছেন ২০টি উইকেট। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট নিলেও খুব বেশি ছাপ ফেলতে পারেননি। বিশ্বকাপে যদিও এ বার তাঁর উপর ভরসা রেখেছে দল।

১২ ১৮
অক্ষর পটেল: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিল না তাঁকে। তার পর থেকে ১৪টি ম্যাচ খেলে নিয়েছেন ১২টি উইকেট। রবীন্দ্র জাডেজা না থাকায় স্পিনার অলরাউন্ডার হিসাবে তাঁর উপরেই ভরসা রাখছে দল।

অক্ষর পটেল: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিল না তাঁকে। তার পর থেকে ১৪টি ম্যাচ খেলে নিয়েছেন ১২টি উইকেট। রবীন্দ্র জাডেজা না থাকায় স্পিনার অলরাউন্ডার হিসাবে তাঁর উপরেই ভরসা রাখছে দল।

১৩ ১৮
যশপ্রীত বুমরা: ভারতীয় দলের পেস আক্রমণের দায়িত্ব তাঁর কাঁধে। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের পেস আক্রমণ শক্তি হারায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন তিনি। গত এক বছরে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। নিয়েছেন তিনটি উইকেট।

যশপ্রীত বুমরা: ভারতীয় দলের পেস আক্রমণের দায়িত্ব তাঁর কাঁধে। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের পেস আক্রমণ শক্তি হারায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন তিনি। গত এক বছরে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। নিয়েছেন তিনটি উইকেট।

১৪ ১৮
ভুবনেশ্বর কুমার: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে রাখা হলেও খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। তার পর থেকে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ভুবি। নিয়েছেন ৩৪টি উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি।

ভুবনেশ্বর কুমার: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে রাখা হলেও খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। তার পর থেকে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ভুবি। নিয়েছেন ৩৪টি উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি।

১৫ ১৮
হর্ষল পটেল: তাঁর অভিষেক হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। আইপিএল খেলে উঠে এসেছেন তিনি। এ বারের বিশ্বকাপে বুমরার সঙ্গী হিসাবে তাঁর দিকেই তাকিয়ে ভারত।

হর্ষল পটেল: তাঁর অভিষেক হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। আইপিএল খেলে উঠে এসেছেন তিনি। এ বারের বিশ্বকাপে বুমরার সঙ্গী হিসাবে তাঁর দিকেই তাকিয়ে ভারত।

১৬ ১৮
অর্শদীপ সিংহ: তরুণ বাঁহাতি পেসারের অভিষেক হয় এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে। ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে এসে ভাল বল করলেও এশিয়া কাপে ম্যাচ জেতাতে পারেননি। তাঁর উপরেই ভরসা রাখল ভারত। একটি ক্যাচ ফস্কানোয় তাঁর উপর চটেছিলেন একাংশ সমর্থক। বল হাতে যদিও মন জয় করে নিয়েছেন তিনি। বাঁহাতি পেসার হিসাবে ভারতীয় দলের ভবিষ্যৎ হতে পারেন অর্শদীপ।

অর্শদীপ সিংহ: তরুণ বাঁহাতি পেসারের অভিষেক হয় এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে। ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে এসে ভাল বল করলেও এশিয়া কাপে ম্যাচ জেতাতে পারেননি। তাঁর উপরেই ভরসা রাখল ভারত। একটি ক্যাচ ফস্কানোয় তাঁর উপর চটেছিলেন একাংশ সমর্থক। বল হাতে যদিও মন জয় করে নিয়েছেন তিনি। বাঁহাতি পেসার হিসাবে ভারতীয় দলের ভবিষ্যৎ হতে পারেন অর্শদীপ।

১৭ ১৮
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ঈশান কিশন, রাহুল চহার, বরুণ চক্রবর্তী, শার্দূল ঠাকুর এ বার বাদ পড়েছেন। রবীন্দ্র জাডেজা নেই চোটের জন্য। অক্ষর পটেল গত রিজার্ভ দলে থাকলেও এ বার মূল দলে সুযোগ পেয়েছেন।

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ঈশান কিশন, রাহুল চহার, বরুণ চক্রবর্তী, শার্দূল ঠাকুর এ বার বাদ পড়েছেন। রবীন্দ্র জাডেজা নেই চোটের জন্য। অক্ষর পটেল গত রিজার্ভ দলে থাকলেও এ বার মূল দলে সুযোগ পেয়েছেন।

১৮ ১৮
গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ শামি থাকলেও তার পর আর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আইপিএলে যদিও ১৬ ম্যাচে ২০টি উইকেট নিয়ে নজর কাড়েন শামি। গুজরাত টাইটান্সকে ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নেন। তার পরেও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হল না। রাখা হল রিজার্ভ দলে।

গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ শামি থাকলেও তার পর আর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আইপিএলে যদিও ১৬ ম্যাচে ২০টি উইকেট নিয়ে নজর কাড়েন শামি। গুজরাত টাইটান্সকে ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নেন। তার পরেও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হল না। রাখা হল রিজার্ভ দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy