সাফল্যের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন মহসিন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে তিনি বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতের কথা নকভি উল্লেখ করেননি তাঁর বার্তায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে পিসিবি। স্টেডিয়াম সংস্কার, মাঠ ঢাকা এবং নিকাশি ব্যবস্থা, দল নির্বাচন সব কিছু নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। রোহিত শর্মারা ফাইনালে ওঠায় প্রতিযোগিতার ফাইনাল আয়োজনও হাতছাড়া হয়েছে পাকিস্তানের। তবু সব মিলিয়ে খুশি পিসিবি চেয়ারম্যান।
২৯ বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের (আইসিসি) প্রতিযোগিতা নির্বিঘ্নে আয়োজন করাকেই সাফল্য হিসাবে দেখছেন পিসিবি কর্তারা। নকভি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পিসিবির দায়িত্বপ্রাপ্ত সব সদস্যকে, নিরাপত্তা বাহিনী, প্রাদেশিক প্রশাসনগুলিকে, আইসিসি কর্তাদের এবং পাকিস্তানে খেলতে আসা সব দলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের অঙ্গীকার এবং সম্মিলিত প্রচেষ্টা মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার বাস্তবায়ন নিশ্চিত করেছে। সব কিছুই নির্বিঘ্নে হয়েছে। সব মিলিয়ে এক অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’’ নকভি আরও লিখেছেন, ‘‘বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করতে পেরে পাকিস্তান গর্বিত। সকলের সক্রিয় অংশগ্রহণ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে প্রতিযোগিতাকে ঐতিহাসিক করে তুলেছে।’’ এক রকম নিজেদেরই পিঠ চাপড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন ট্রফিজয়ী ভারতীয় দলের কথা উল্লেখ করেননি নকভি। প্রতিযোগিতার একাংশ দুবাইয়ের হওয়ার কথাও বলেননি। যে দলগুলি পাকিস্তানে খেলতে গিয়েছে, শুধু তাদের কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান। অংশগ্রহণকারী সব দলের কথা বলেননি। তিনি সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানের দুর্বলতার দিকটি সতর্ক ভাবেই এড়িয়ে গিয়েছেন। যদিও নিজেদের পিঠ চাপড়াতে ভোলেননি।