মাথা গরম করে ফেললেন শাহিন শাহ আফ্রিদি। ফাইল চিত্র
ম্যাচ জিততে সমস্যা হয়নি। সিরিজ জেতাও হয়ে গিয়েছে। তবু মাথা গরম করে ফেললেন শাহিন শাহ আফ্রিদি। বিপক্ষের ব্যাটারকে বল ছুড়ে মারলেন।
ঘটনাটি শনিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে। বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন আফ্রিদি। আফিফ হোসেন ব্যাট করতে নেমে প্রথম বলেই ছয় মারেন আফ্রিদিকে। পরের বলটি আফ্রিদি ফুল লেংথে রাখেন। আফিফ স্ট্রেট ড্রাইভ মারেন। আফ্রিদি বল ধরে স্টাম্প লক্ষ্য করে ছোড়েন। বল আফিফের পায়ে লাগে।
Gets hit for a 6 and Shaheen Shah loses his control next ball!
— Israr Ahmed Hashmi (@IamIsrarHashmi) November 20, 2021
I get the aggression but this was unnecessary. It was good however that he went straight to apologize after this.#BANvPAK pic.twitter.com/PM5K9LZBiu
ওই বল ছোড়ার কোনও দরকারই ছিল না। কারণ আফিফ সারাক্ষণ ক্রিজের ভিতরেই ছিলেন। পরিষ্কার বোঝা যায় আগের বলে ছক্কা খেয়ে রেগে গিয়েছেন আফ্রিদি।
নিজের ভুল বুঝতে পেরে আফ্রিদি সঙ্গে সঙ্গে আফিফের কাছে ক্ষমা চেয়ে নেন। আফিফের চোট লেগেছে কি না, তা নিজে গিয়ে দেখে আসেন।
এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
শনিবার বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৮ রান তোলে। জবাবে পাকিস্তান ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy