ভাল বল করেও সতীর্থকে জয়ের কৃতিত্ব দিলেন রউফ। ছবি: টুইটার।
ইংল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে ২৪ রান দিয়েছেন পাকিস্তানের মহম্মদ হাসনাইন। ওই একটা ওভারই পাকিস্তানকে হারিয়ে দিতে পারত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে। তবু তাঁর প্রশংসা করলেন সতীর্থ জোরে বোলার হ্যারিস রউফ।
প্রথমে ভাল বল করলেও রবিবার হাসনাইন প্রায় একাই হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। তাঁকে দোষারোপ করতে নারাজ রউফ। তিনি বরং ইংল্যান্ডের ইনিংসের শুরুতে হাসনাইনের বোলিংয়ের কথা উল্লেখ করেছেন। প্রথম দুই ওভারে হাসনাইন ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। শুরুতেই সাজঘরে ফিরিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলস এবং উইল জ্যাকসকে। রউফ বলেছেন, ‘‘ম্যাচটা বেশ উত্তেজক ছিল। আমরা দারুণ ভাবে ম্যাচটা জিতলাম। হাসনাইন শুরুতেই দুটো উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল। পাওয়ার প্লে-র মধ্যেই ইংল্যান্ডের তিন উইকেট পড়ে যাওয়ায় স্বস্তিতে ছিলাম। শুরুতে হাসনাইনের দারুণ বোলিংই আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়। দল খুবই উপকৃত হয়। শেষ ওভারে ও কত রান দিয়েছে, সেটার কোনও গুরুত্ব নেই। এ টুকু বলতে পারি, হাসনাইন নিজের সেরাটাই দিয়েছে।’’
রবিবারের ম্যাচে রউফ নিজেও ভাল বল করেছেন। লিয়াম ডসনকে আউট করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। ম্যাচে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের জয়ের প্রধান কৃতিত্ব তিনি দিচ্ছেন হাসনাইনকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy