বিপদে হাসান। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাথু ওয়েডের সহজ ক্যাচ ফস্কেছিলেন হাসান আলি। সেই ওয়েডই পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতান। পাকিস্তানের ফাইনালে ওঠা হয়নি। ব্যাপক বিতর্ক হয় আলিকে নিয়ে। পাকিস্তান ক্রিকেটে সেই ঘটনার রেশ এখনও রয়েছে। পাকিস্তান সুপার লিগ সংক্রান্ত একটি সাংবাদিক সম্মেলনে এই নিয়ে পাকিস্তানী জোরে বোলারের সঙ্গে এক সাংবাদিকের জোর কথাকাটাকাটি হল।
ওই সাংবাদিক বিশ্বকাপ সংক্রান্ত কিছু প্রশ্ন করেন। কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই তাঁকে মাঝপথে থামিয়ে দেন আলি। সেই নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। আলিকে সাংবাদিক বলেন, ‘‘আপনি এ ভাবে আমাকে থামাতে পারেন না। এটা কী ধরনের ব্যবহার।’’ আলি সঙ্গে সঙ্গে বলেন, ‘‘আগে টুইটারে ভাল লেখা পোস্ট করুন। তার পর আপনার প্রশ্নের উত্তর দেব। কাউকেই ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো আর আপনাদের প্রশ্ন করা থেকে আটকাতে পারবে না, কিন্তু আমাদের সেই অধিকার আছে।’’
What happened to Hassan Ali?! What did @anussaeed1 say to him on Twitter? pic.twitter.com/C6vCFGINv0
— Ghumman (@emclub77) December 12, 2021
This is real Hassan Ali from inside, very sad to see this childish behavior of Hassan Ali with Senior Sports Journalist, i hope Hassan will apologise & make sure this mess will not happen again to show sportsmanship, @IsbUnited @TheRealPCBMedia #psl7draft #PSL7 pic.twitter.com/1qk9l0ywLj
— Usman Butt (@realusmanbutt1) December 12, 2021
এ ভাবে পাকিস্তান বোর্ডের নাম তোলায় সমস্যায় পড়তে পারেন আলি।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে যায়। প্রথমে পাকিস্তান ৪ উইকেটে ১৭৬ রান করে। জবাবে এক ওভার বাকি থাকতে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শাহিন আফ্রিদির ১৯তম ওভারের শেষ তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন ওয়েড। সেই ওভারেই তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলে দেন আলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy