জয়ের আনন্দ পাকিস্তান দলে। ছবি: টুইটার থেকে
ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার হয়েই গিয়েছিল পাকিস্তানের জন্য। মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে কাজটা সম্পূর্ণ করলেন বাবর আজমরা। গ্রুপ ২ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
নামিবিয়াকে হারানো নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের দলকে পরীক্ষায় ফেলে দেখে নেওয়ার কথাই বললেন বাবর। টস জিতে আগে ব্যাটিং করেও জিতে দেখাল পাকিস্তান। বাবর বলেন, “আজকের খেলাটা অন্য রকম ছিল। চেয়েছিলাম ওপেনিং জুটি বেশি ক্ষণ ক্রিজে থাকুক। সেটাই হয়েছে। আমরা নিজেদের দেখে নিতে চেয়েছিলাম, সেটা পেরেছি। সেমিফাইনালে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মহম্মদ হাফিজ এবং হাসান আলি।”
শিশিরের সমস্যা যে ছিল, তা মেনে নিলেন বাবর। তিনি বলেন, “শিশির ছিল। ফিল্ডিংয়ের সময় সমস্যা হয়েছে। তবে সেটা অজুহাত হতে পারে না। আমাদের আরও ভাল ফিল্ডিং করতে হবে। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সেমিফাইনালেও এই খেলা ধরে রাখতে পারব বলেই আশা করছি।”
It never looked in doubt - Pakistan are the first team to confirm a place in the ICC Men's #T20WorldCup semi-finals
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
Who will be joining them? 🤔#T20WorldCup | #PAKvNAM pic.twitter.com/REDihd7TnK
বুধবার ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ রিজওয়ান। ৫০ বলে ৭৯ রান করেন তিনি। রিজওয়ান বলেন, “নামিবিয়া খুব ভাল বল করেছে। আমরা চেয়েছিলাম শেষ অবধি ব্যাট করতে। সেটা পেরেছি। শেষের দিকে বড় রান করতে পেরেছি আমরা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy