পাকিস্তানের এক ক্রিকেটারের আউট হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: টুইটার।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান জিতেছে ৬ উইকেটে। রশিদ খানের দলের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯২ রানে। এই ম্যাচেই পাক জোরে বোলার নাসিম শাহের আউট হওয়ার ধরন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পাক জোরে বোলার। পাকিস্তানের ইনিংসের ১৬তম ওভারে বোলার ছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। ওভারের তৃতীয় বলটি তুলে মারার চেষ্টা করেন নাসিম। ব্যাটে-বলে সংযোগ হয়নি। বল নাসিমের গায়ে লেগে চলে যায় আফগান উইকেটরক্ষকের হাতে। নাসিম ক্রিজের মধ্যেই ছিলেন। ফলে তাঁকে স্টাম্প আউট করার সুযোগ ছিল না। কিন্তু নাসিম নিজেই আউট হয়ে যান।
নাসিমের ব্যাটের ফলো থ্রু গিয়ে লাগে উইকেটে। হিট উইকেট হয়ে যান তিনি। জোরে ব্যাট চালাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন নাসিম। ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হলে চার বা ছয় হতে পারত। নবির বলে তেমনই চেষ্টা করেছিলেন নাসিম। কিন্তু তাঁর সেই চেষ্টা কাজে তো লাগেইনি, উল্টে আউট হয়ে যান। তাঁর এ ভাবে আউট হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন নাসিমের ব্যাটিং দক্ষতা নিয়ে।
.@MohammadNabi007 Strikes again - Naseem Shah departs 🤩
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 24, 2023
Naseem swung hard but lost his balance in the process as he's gone back to hit his stumps
- 71/8 (15.4 Overs)#AfghanAtalan | #AFGvPAK | #LobaBaRangRawri pic.twitter.com/F2x0EmbDAR
বড় শট মারতে গিয়ে ক্যাচ বা বোল্ড আউট হওয়ার ঘটনা ঘটে প্রায়শই। কিন্তু এ ভাবে হিট উইকেট হওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ঘটে না। সে কারণেই নাসিমের আউট নিয়ে শুরু হয়েছে আলোচনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy