Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Umran Malik

Umran Malik: উমরান মালিক পেলেন সাফল্যের ‘চাবি’, এল ওয়াঘার ওপার থেকে

আইপিএলে ভাল বল করার জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেয়েছেন উমরান। তাঁকে সাফল্যের মন্ত্র দিলেন শাহিন আফ্রিদি।

আইপিএলে নিজের বোলিংয়ে নজর কেড়েছেন উমরান

আইপিএলে নিজের বোলিংয়ে নজর কেড়েছেন উমরান ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ২০:২৫
Share: Save:

সুনীল গাওস্কর থেকে শুরু করে রবি শাস্ত্রী। তাঁকে পরামর্শ দিয়েছেন অনেকে। এ বার জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিকের কাছে পরামর্শ এল ওয়াঘার অপর প্রান্ত থেকে। পরামর্শ দিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। কী ভাবে উমরান আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে পারেন, সেই মন্ত্র দিয়েছেন শাহিন।

শাহিন বলেন, ‘‘যদি লাইন, লেংথ আর সুইং না থাকে, তা হলে শুধু গতি দিয়ে সফল হওয়া যায় না। ওকে বলের নিয়ন্ত্রণ আরও বাড়াতে হবে। ক্রমাগত এক লাইন, লেংথে বল করতে হবে। বল দু’দিকে সুইং করাতে হবে। যদি উমরান এগুলো শিখতে পারে তা হলে আগামী দিনে বিশ্ব ক্রিকেটে অন্যতম ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে ও।’’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভাল বল করেছেন উমরান। তাঁর আগুনে গতিতে আউট হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় নাম। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। আইপিএলে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে চার নম্বরে শেষ করেছেন তিনি।

আইপিএলে ভাল পারফরম্যান্সের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ দলে সুযোগ পেয়েছেন উমরান। আইপিএলে তাঁর দলের বোলিং কোচ ডেল স্টেন জানিয়েছেন, উমরানকে ঠিক মতো তৈরি করতে পারলে ভারতের হয়ে আগামী দিনে গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠবেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Umran Malik Shaheen Afridi IPL 2022 india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE