ছোটদের বিশ্বকাপে দেখা যাবে না নিউজিল্যান্ডকে ফাইল চিত্র।
করোনার কারণে খেলাধুলোর ছোট-বড় অনেক প্রতিযোগিতাই বাতিল হয়ে গিয়েছে গত প্রায় আড়াই বছরে। এ বার তার কোপ পড়ল ছোটদের ক্রিকেট বিশ্বকাপে। নাম তুলে নিল নিউজিল্যান্ড। তারা অবশ্য খানিকটা অদ্ভূত কারণে নাম তুলে নিল।
সরাসরি করোনার জন্য নয়, নিভৃতবাসের কড়াকড়ির জন্য ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে নাম তুলে নিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপ হওয়ার কথা। নিউজিল্যান্ডের মাথাব্যথার কারণ, ওয়েস্ট ইন্ডিজের নিয়মের কড়াকড়ি নয়, তাদের নিজেদের দেশের কঠোর নিয়ম। নিউজিল্যান্ডে বিশেষ করে নাবালকরা বিদেশ থেকে ফিরলে তাদের জন্য নিভৃতবাসের কড়া নিয়ম রয়েছে। অতিরিক্ত কড়াকড়ির মধ্যে খুদে ক্রিকেটারদের ফেলতে চায় না নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত।
২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, অন্য দেশ থেকে ফেরার পরে সেখানে নিভৃতবাসের নিয়মে কড়াকড়ি রয়েছে। নাবালকদের জন্য সেই কড়াকড়ি আরও বেশি। তাই তারা সেখানে দল পাঠাবে না। নিউজিল্যান্ড নাম তুলে নেওয়ায় তার জায়গায় ১৬ তম দল হিসাবে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy