Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: কোহলীদের উড়িয়ে দেওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কত নম্বর দিল আনন্দবাজার অনলাইন

দেখে নিন নিউজিল্যান্ড দলের রিপোর্ট কার্ড।

ভারতকে সহজেই হারাল নিউজিল্যান্ড

ভারতকে সহজেই হারাল নিউজিল্যান্ড ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২৩:৫১
Share: Save:

কেন উইলিয়ামসন (৬): দারুণ অধিনায়কত্ব। ৩১ বলে অপরাজিত ৩৩ রান।
মার্টিন গাপটিল (৪): ওপেন করতে নেমে ১৭ বলে ২০ রানের বেশি করতে পারেননি। তিনটি ক্যাচ নেন।
ড্যারিল মিচেল (৭): ওপেন করতে নেমে ৩৫ বলে ৪৯ রান করেন। চারটি চার, তিনটি ছক্কা মারেন। দু’টি ক্যাচ নেন।
ডেভন কনওয়ে (-): চার বলে দুই রানে অপরাজিত থাকা ছাড়া কিছুই করতে হয়নি।
গ্লেন ফিলিপস (-): কিছুই করতে হয়নি।

জেমস নিশাম (-): কিছুই করতে হয়নি।

মিচেল স্যান্টনার (৬): চার ওভারে মাত্র ১৫ রান দেন। ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখেন।

অ্যাডাম মিলনে (৬): চার ওভারে ৩০ রান দিয়ে ঋষভ পন্থের উইকেট তুলে নেন।

টিম সাউদি (৬): চার ওভারে ২৬ রান দিয়ে লোকেশ রাহুলের উইকেট নেন।

ইশ সোধি (৯): ম্যাচের সেরা। চার ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন বিরাট কোহলী ও রোহিত শর্মার উইকেট।

ট্রেন্ট বোল্ট (৮): চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট। ঈশান কিশনকে ফিরিয়ে প্রথম ধাক্কা তিনিই দেন।

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 kane williamson new zealand cricket Report card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy