নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছে জগদীশনকে। সুযোগ পেয়ে কলকাতার প্রাক্তন অধিনায়কের নাম তাঁর মুখে। —ফাইল চিত্র
এ বারের আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে কিনেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল খেলার পুরস্কার পেয়েছেন নারায়ণ জগদীশন। কলকাতায় সুযোগ পেয়ে কলকাতারই প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের কথা বললেন তিনি। জানালেন, তাঁর ক্রিকেট কেরিয়ারে কার্তিকের অবদানের কথা। সেই সঙ্গে ভারতের আর এক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের কথাও বলেছেন জগদীশন।
তামিলনাড়ুর হয়ে খেলার সময় দুই ক্রিকেটারের পরামর্শ তিনি পেয়েছিলেন বলে জানিয়েছেন জগদীশন। তিনি বলেছেন, ‘‘তামিলনাড়ুতে অনেক অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়েছি। তার মধ্যে কার্তিক ও অশ্বিন অন্যতম। ওরা আমার সঙ্গে অনেক সময় কাটাত। হতে পারে আমার মধ্যে প্রতিভা ছিল বলেই আমাকে পরামর্শ দিত। ওরা আমাকে অনেক কথা বলত। কী ভাবে আরও ভাল ক্রিকেটার হতে পারি সেই কথা বলত ওরা। সেই সব পরামর্শ আমার খুব কাজে লেগেছে।’’
কলকাতা যে তাঁকে কিনেছে তাতে খুব খুশি জগদীশন। কিন্তু যদি তাঁকে কেউ না কিনত তা হলেও হতাশ হতেন না বলেই জানিয়েছেন তিনি। জগদীশন বলেছেন, ‘‘সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি বাস্তবে থাকতে ভালবাসি। আমি ঠিক করেছিলাম, কোনও দল যদি আমাকে কেনে তো ভাল, যদি কেউ না কেনে তা হলেও পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না। আশা করছি কলকাতার হয়ে খেলার সুযোগ পাব। তাতেই আমি খুশি।’’
বিজয় হজারে ট্রফিতে টানা চারটি শতরান করেছেন জগদীশন। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১ বলে সর্বাধিক ২৭৭ রানের নজির গড়েছেন। পুরোটাই তাঁর পরিশ্রমের জন্য হয়েছে বলে জানিয়েছেন জগদীশন। সেই পরিশ্রম আগামী দিনেও করতে চান তিনি। জগদীশন বলেছেন, ‘‘আমি প্রতিটি ম্যাচের কথা ভেবে নিজেকে তৈরি করি। কঠিন পরিশ্রম করি। আইপিএলেও কলকাতার হয়ে সেটাই করব। প্রস্তুতিটাই আসল। সেটা ভাল মতো করতে পারলে ফল পাওয়া যাবেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy