ওপেনিংয়ে রায়ান রিকেলটন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব। দুই ব্যাটারের দৌলতে রবিবার আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৫/৭ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। পিচ থেকে বোলারেরা সে ভাবে সাহায্যই পাননি। ফলে মুম্বইয়ের রান তোলা সহজ হয়েছে।
চোট কাটিয়ে এ দিনই আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মায়াঙ্ক যাদব। প্রথম ওভারটা খারাপ করেনওনি। পর পর চারটি বল ১৪০ কিলোমিটারের উপরে ছিল। পঞ্চম বলে চার মারেন রায়ান রিকেলটন। নিজের দ্বিতীয় ওভারে মায়াঙ্কের বলে পর পর দু’টি ছয় মারেন রোহিত শর্মা। পঞ্চম বলেই মায়াঙ্ক তুলে নেন রোহিতকে। আগের দু’টি ম্যাচে অর্ধশতরান করলেও এ দিন ভাল খেলতে পারলেন না রোহিত।
রোহিত ফিরলেও মুম্বইয়ের রানের গতি কমেনি। সৌজন্যে আর এক ওপেনার রিকেলটন। আইপিএল যত এগোচ্ছে ততই ফর্মে ফিরছেন তিনি। এ দিন দিগ্বেশ রাঠীর একটি ওভারে নিলেন ১৯ রান। মারলেন দু’টি ছয় এবং একটি চার। সেই দিগ্বেশই আউট করেন রিকেলটনকে (৫৮)।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফেরার পরে চালিয়ে খেলতে শুরু করেন উইল জ্যাকস। মায়াঙ্কের একটি ওভারে ১৬ রান ওঠে। তিলক বর্মা (৬) এবং হার্দিক পাণ্ড্য (৫) ব্যর্থ হলেও থামানো যাচ্ছিল না সূর্যকুমার যাদবকে। লখনউয়ের কোনও বোলারকেই রেয়াত করছিলেন না তিনি। আবেশ খানকে ছয় মেরে অর্ধশতরান করার পরেই আউট হন সূর্য (৫৪)।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ