আইপিএলের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। পিঠের চোট এখনও পুরো সারেনি বুমরাহের। কবে থেকে তাঁকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। আদৌ আইপিএলে খেলতে পারবেন তো মুম্বই ইন্ডিয়ান্সের পেসার?
চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরাহ। কয়েক দিন আগে তিনি অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেই সময় বল করতে একটু সমস্যা হচ্ছিল তাঁর। পিঠে যন্ত্রণা হচ্ছিল। ফলে অ্যাকাডেমির চিকিৎসকেরা তাঁকে কয়েকটি ব্যায়াম দেখিয়ে দেন। কয়েক দিন পরে আবার তাঁকে আসতে বলা হয়। সেই পরামর্শ মেনে বুমরাহ আবার সেখানে গিয়েছেন।
আগামী দু’এক দিন বুমরাহের চোট খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। যদি তাঁর আর বল করতে সমস্যা না হয় তা হলে আইপিএলে খেলার ছাড়পত্র পাবেন তিনি। তবে ছাড়পত্র পেলেও অন্তত এক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। সেই কথা মাথায় রেখেই হয়তো জয়বর্ধনে জানিয়েছেন যে, প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় পেসার।
আরও পড়ুন:
তবে যদি এ বারও বুমরাহের বল করতে সমস্যা হয় তা হলে খারাপ খবর অপেক্ষা করছে মুম্বইয়ের জন্য। কারণ, তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। আইপিএল আড়াই মাসের একটি প্রতিযোগিতা। সেখানে খেলার ধকল রয়েছে। আইপিএলের পরেই ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ় রয়েছে ভারতের। সেখানে বুমরাহকে দরকার ভারতের। সেই কথা মাথায় রেখেছে বোর্ড।
২৩ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বই। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বুমরাহ ছাড়া ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের মতো পেসার রয়েছে মুম্বইয়ে। রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশও। পেস বল করতে পারেন অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। কিন্তু তাঁরা কেউ বুমরাহের অভাব পূর্ণ করতে পারবেন না। সেই কারণে মুম্বই চাইছে বুমরাহ সুস্থ হয়ে উঠুন। কয়েকটি ম্যাচে তাঁর অভাব পূরণ হয়তো করা যাবে। কিন্তু গোটা মরসুম তাঁকে না পেলে সমস্যায় পড়বে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৫০
অপরাজিত ৯৭ রানের নেপথ্যে ১০ দিনের প্রস্তুতি, ম্যাচ জিতে কলকাতার প্রশংসায় ডি’কক -
২৩:৪৯
জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন রাহানে, সাহসী ক্রিকেটেই সাফল্য, দাবি কেকেআর অধিনায়কের -
২৩:০১
৫ কারণ: রাজস্থানকে গুয়াহাটির মাঠে হারিয়ে কী ভাবে জয়ে ফিরল কলকাতা -
২২:৫৭
বর্ষাপারে স্বস্তি পেল কেকেআর, ডি’ককের বর্ষণে ৮ উইকেট জয় কলকাতার, চিন্তা রইল শুধু জনসনকে নিয়ে -
২১:১৯
আইপিএলে বোলারদের এ বার মনোবিদ দেখাতে হবে, কেন এমন বললেন অশ্বিন