আইপিএলের প্রথম তিনটি ম্যাচে যে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না, এ কথা আগেই জানা গিয়েছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বুমরাহের অভাব ভালই টের পাওয়া যাবে বলে জানিয়েছেন মাহেলা জয়বর্ধনে। মুম্বই ইন্ডিয়ান্স কোচের মতে, বাকিদের এগিয়ে এসে বুমরাহের জায়গা ভরাট করতে হবে।
বুধবার সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেছেন, “বুমরাহ এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ধীরে ধীরে ওর উন্নতি হচ্ছে। তাই আপাতত কিছু দিন ওকে নজরে রাখতে হবে এবং ও কেমন উন্নতি করছে সেটা খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে সব ঠিকঠাক যাচ্ছে। তবে প্রতি দিন উন্নতি করছে। যত দূর জানি, ও বেশ খুশি। আশা করি দ্রুত শিবিরে যোগ দিতে পারবে।”
আরও পড়ুন:
বুমরাহ না থাকায় ওই চারটি ওভারে বাকি বোলারদের কাউকে এগিয়ে আসতে বলেছেন জয়বর্ধনে। তাঁর কথায়, “বুমরাহকে না পাওয়া নিঃসন্দেহে কঠিন। কারণ ও বিশ্বের অন্যতম সেরা বোলার। অনেক বছর ধরে আমাদের হয়ে ভাল খেলে। তবে একটা রাস্তা খুঁজে তো বার করতেই হবে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে নিজেকে। আমি এ ভাবেই ব্যাপারটাকে দেখছি।”
চেন্নাইয়ের বিরুদ্ধে ২৩ মার্চ অভিযান শুরু করছে মুম্বই। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ড্য নির্বাসনের কারণে খেলতে পারবেন না। তাই অধিনায়ক সূর্যকুমার যাদব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ