গত বারের রঞ্জি ট্রফি জয়ী মুম্বই এ বারেও সেমিফাইনালে উঠল। ইডেনে হরিয়ানাকে হারিয়ে দিল তারা। মঙ্গলবার রঞ্জির অন্য দু’টি কোয়ার্টার ফাইনালে জিতেছে গুজরাত এবং বিদর্ভ। এই তিনটি দল রঞ্জির সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে।
ইডেনে অজিঙ্ক রাহানে (১০৮) শতরান করেন। মুম্বই অধিনায়কের ব্যাটে ভর করে হরিয়ানাকে ৩৫৪ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বই। সেই রান করতে নেমে ২০১ রানে শেষ হয়ে গেল হরিয়ানা। গত ইনিংসে ৬ উইকেট নেওয়া শার্দূল ঠাকুর মঙ্গলবার ৩ উইকেট নেন। রস্টন ডায়াস নেন ৫ উইকেট। তনুষ কোটিয়ান নেন ২ উইকেট। হরিয়ানা শুরু থেকেই একের পর উইকেট হারাতে শুরু করে। ফলে জেতার সুযোগ হারায় তারা। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে ছিল মুম্বই। নক আউটে উঠে দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন রাহানেরা।
আরও পড়ুন:
অন্য কোয়ার্টার ফাইনালে ইনিংসে জিতেছে গুজরাত। তারা সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইনিংস এবং ৯৮ রানে ম্যাচ জিতে নেয়। সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে ২১৬ রান তোলে। জবাবে গুজরাত ৫১১ রান তুলে চাপে ফেলে দেয় চেতেশ্বর পুজারাদের। গুজরাতের হয়ে ১৪০ রান করেন উরভিল পটেল। জয়মিত পটেল করেন ১০৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পুজারাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯৭ রানে। পুজারা দুই ইনিংস মিলিয়ে ২৮ রানের বেশি করতে পারেননি। হার্ভিক দেশাই দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করেন। শেল্ডন জ্যাকসন ২৭ রান করেন। কিন্তু কেউই দলকে জয়ের রাস্তা দেখাতে পারেননি। সেমিফাইনালে পৌঁছে যায় গুজরাত।
বিদর্ভ হারিয়ে দিয়েছে তামিলনাড়ুকে। ১৯৮ রানে জিতে বিদর্ভ রঞ্জির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বিদর্ভের হয়ে প্রথম ইনিংসে ১২২ রান করেন করুণ নায়ার। হর্ষ দুবে করেন ৬৯ রান। তাঁদের দাপটে বিদর্ভ ৩৫৩ রান তুলেছিল। তামিলনাড়ুর প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৫ রানে। আন্দ্রে সিদ্ধার্থ ৬৫ রান করেন প্রদোষ রঞ্জন পল করেন ৪৮ রান। আদিত্য ঠাকতে বিদর্ভের হয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বিদর্ভের যশ রাঠোর ১১২ রান করেন। হর্ষ করেন ৬৪ রান। ৪০১ রান লক্ষ্য দিয়েছিলেন তাঁরা তামিলনাড়ুকে। কিন্তু ২০২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৯৮ রানে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় বিদর্ভ।