আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। গত বার দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। নতুন অধিনায়ক করা হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়কে। ধোনি নিজেই ম্যানেজমেন্টকে রুতুরাজের নাম প্রস্তাব করেছিলেন। নতুন অধিনায়ককে ধোনি জানিয়েছিলেন, একটি ক্ষেত্রেই তাঁর অধিনায়কত্বে নাক গলাবেন।
২২ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। তার আগে একটি অনুষ্ঠানে ধোনির সেই কথা জানিয়েছেন রুতুরাজ। তিনি বলেন, “গত বার প্রতিযোগিতা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ধোনি ভাই এসে বলেছিল, আমি অধিনায়ক হব। আমি অবাক হয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, প্রথম ম্যাচ থেকেই? তাতে ধোনি ভাই বলেছিল, ‘হ্যাঁ। নিজেকে তৈরি করে নাও।’”
ধোনির পর চেন্নাইয়ের নেতৃত্ব দেওয়া সহজ ছিল না রুতুরাজের কাছে। আগেও এক বার ধোনি অধিনায়কত্ব ছেড়েছিলেন চেন্নাইয়ের। সে বার অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। কিন্তু দল এত খারাপ খেলতে শুরু করে যে মরসুমের মাঝপথে ধোনিকে আবার নেতৃত্ব সামলাতে হয়। রুতুরাজ সেটা জানতেন। তাই তিনি সরাসরি ধোনির কাছেই সাহায্য চেয়েছিলেন।
আরও পড়ুন:
রুতুরাজ বলেন, “আমি ধোনি ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। কিন্তু ধোনি ভাই বলেছিল, ‘এটা তোমার দল। তুমিই সব সিদ্ধান্ত নেবে। আমি নাক গলাব না। শুধু যখন ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে মনে হবে যে তুমি ভুল করছ, তখনই আমি নাক গলাব। আমার পরামর্শ দেব। তবে তার মানে এই নয় যে আমি যেটা বলব সেটাই তোমাকে শুনতে হবে। তুমি নিজেই বিচার করে সিদ্ধান্ত নেবে। তোমার প্রতি আমার আস্থা রয়েছে।”
ধোনির এই আস্থা তাঁর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন রুতুরাজ। তিনি সব সময় জানতেন, তাঁকে সাহায্য করার জন্য এক জন রয়েছেন। তাই অধিনায়কত্ব করতে সমস্যা হয়নি তাঁর। গত বার অবশ্য প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। পঞ্চম স্থানে শেষ করেছিল দল। এ বার সফল হতে চান রুতুরাজ। তার জন্য সেই ধোনির উপরেই আস্থা রাখছেন তিনি।