এ ভাবেই ভারতের খেলা দেখতে যান ধোনি (মাঝে) ছবি: টুইটার
তিনি বার বার বলেছেন মহেন্দ্র সিংহ ধোনি তাঁর আদর্শ। বার বার বলেছেন মহেন্দ্র সিংহ ধোনিকে দেখেই তাঁর ক্রিকেট খেলা শুরু। সেই মহেন্দ্র সিংহ ধোনি এ বার এ বার হাজির হলেন শিষ্য ঋষভ পন্থের মুখোশ পরে। এজবাস্টনে দেখা গেল গুরু-শিষ্য যুগলবন্দি।
লন্ডনে ছুটি কাটাচ্ছেন ধোনি। তার মাঝেই তিনি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে পৌঁছে যান এজবাস্টনে। তাঁর মুখে ছিল পন্থের একটি বড় মুখোশ। ধোনির সেই ছবি ভাইরাল নেটমাধ্যমে।
Guess the Man behind the Rishabh Pant mask 😉💛#WhistlePodu pic.twitter.com/NKnQ7DX8GW
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) July 10, 2022
ম্যাচ শেষে ভারতীয় দলের সাজঘরে যান ধোনি। সেখানে ঈশান কিশনদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ধোনির সামনে শ্রোতা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ছবি প্রকাশ করে বিসিসিআই। ক্যাপশনে লেখে, ‘ধোনি যখন কথা বলেন, তখন সবাই শ্রোতার ভূমিকায়’।
Always all ears when the great @msdhoni talks! 👍 👍#TeamIndia | #ENGvIND pic.twitter.com/YKQS8taVcH
— BCCI (@BCCI) July 9, 2022
ম্যাচ শেষে সাজঘরে পন্থের সঙ্গে দেখা করেন ধোনি। সেই ছবি নেটমাধ্যমে দেন ভারতীয় দলের উইকেটরক্ষক।
Double wins. 💪
— Rishabh Pant (@RishabhPant17) July 9, 2022
Looking forward to the next one. pic.twitter.com/incK68UC36
ট্রেন্টব্রিজে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও গ্যালারিতে দেখা যায় ধোনিকে। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy