Advertisement
২৬ জানুয়ারি ২০২৫
Mohammed Shami

অনুশীলনে খামতি নেই শামির, কোচ দেখছেন তো?

ইডেনের মতোই চেন্নাইয়ের নেটে দীর্ঘক্ষণ বল করেন শামি। তাঁর দুই হাঁটুতে এখনও স্ট্র্যাপ করা। কিন্তু পরিশ্রমে কোনও ফাঁকি দেননি ভারতীয় পেসার।

নেটে বোলিং শামির।

নেটে বোলিং শামির। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৬:৪২
Share: Save:

মহম্মদ শামিকে কি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর ম্যাচের আগের দিনও পাওয়া গেল না। ইডেনে তাঁকে বাইরে রেখে দল গড়ে ভারত। তিন স্পিনারের ঘূর্ণিজালে জড়িয়ে ব্যর্থ হন ইংল্যান্ড ব্যাটসম্যানেরা। চেন্নাইয়েও সুবিধা পাবেন স্পিনাররা। সে ক্ষেত্রে এম এ চিদম্বরম স্টেডিয়ামেও কি ঘটবেশামির প্রত্যাবর্তন?

ইডেনের মতোই চেন্নাইয়ের নেটে দীর্ঘক্ষণ বল করেন শামি। তাঁর দুই হাঁটুতে এখনও স্ট্র্যাপ করা। কিন্তু পরিশ্রমে কোনও ফাঁকি দেননি ভারতীয় পেসার। বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে আলোচনা করার পরে নেটে বল করতে শুরু করেন শামি। শুরুতে ছোট রান-আপে বল করেন। পরের দিকে পুরো রান-আপ নিয়ে বল করতে দেখাযায় তাঁকে।

ইডেনেও ম্যাচের আগের দিন এক ঘণ্টার উপরে বল করেছিলেন শামি। কিন্তু তাঁকে দলের বাইরে রাখা হয়। চেন্নাইয়ে প্রথম একাদশে তাঁর ঢোকার সম্ভাবনা কি আদৌ আছে? তা সময়ই বলবে। এ দিকে প্রথম ম‌্যাচে বিধ্বংসী ইনিংস খেলা অভিষেক শর্মার পা মচকে গিয়েছে। ফলে শনিবার তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে।

প্রতিকূলতা সত্ত্বেও ভারত জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া। ইডেনে স্বস্তির জয় এসেছে। গৌতম গম্ভীরের পায়ের তলার জমি কিছুটা হলেও শক্ত হয়েছে। তিনি অবশ্যই চাইবেন, দ্বিতীয় ম্যাচে ২-০ এগিয়ে যেতে।

আশাবাদী সি ভি বরুণও। চেন্নাই তাঁর ঘরের শহর। শেষ ম্যাচের নায়ক বরুণের পরিকল্পনা, ইডেনের মতোই স্টাম্পের সোজাসুজি বল করা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে বরুণ বলছিলেন, ‘‘বিশেষ কোনও পরিকল্পনা নেই। ঘরের মাঠে দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে ছিলাম। সেই স্বপ্ন পূরণ হচ্ছে। ঘরের মাঠে মা, বাবা ও স্ত্রীর সামনে খেলব। এই মুহূর্ত আমার জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।’’ যোগ করেন, ‘‘ইডেনে স্টাম্প লক্ষ্য করে যেমন বল করেছিলাম, চেন্নাইয়েও সেই পরিকল্পনাই থাকবে। আমি আক্রমণ করে যেতে চাই। গৌতি ভাই ও সূর্য আমার উপরে বাড়তি চাপ আসতে দেয় না। কী ভাবে ক্রিকেটারদের চাপ কমানো যায়, সেই চেষ্টাই করে ওরা।’’

বরুণ মনে করেন, ঘরোয়া ক্রিকেট খেললে সকলে আরও উন্নত হবে। তাঁর কথায়, ‘‘ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কোনও প্রশ্ন তোলাই যায় না। চাই, সকলেই ঘরোয়া ক্রিকেট খেলুক।’’

দল হিসেবে ইংল্যান্ডকে সমীহই করছেন ভারতের বিস্ময় স্পিনার। তাঁর কথায়, ‘‘ওদের দলে অনেকেই ম্যাচউইনার। ইডেনে ব্যর্থ হয়েছে বলেই চেন্নাইয়ে হবে তার মানে নেই।’’

অন্য বিষয়গুলি:

Mohammed Shami Indian Cricket team Indian Fast Bowlers Gautam Gambhir India vs England T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy