শ্রেয়স আয়ার ছবি: ফেসবুক থেকে।
শুধু ক্রিকেট নয়, ‘হাত সাফাই’-তেও সমান পারদর্শী শ্রেয়স আয়ার। একেবারে ভারতীয় দলের সাজঘরে এই হাত সাফাই করছেন তিনি। আসলে তাসের জাদু দেখালেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। আর সেই জাদু দেখে হতবাক সতীর্থ মহম্মদ সিরাজ। মজার এই ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই-এর প্রকাশ করা ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘তাস নিয়ে এমন জাদু, যা সবার মাথা ঘুরিয়ে দেবে। শ্রেয়স আয়ারের তাসের জাদু দেখে অবাক মহম্মদ সিরাজ।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাজঘরে সিরাজকে তাসের গোছা থেকে একটি বেছে নিতে বলছেন আয়ার। সিরাজ একটি তাস বেছে নেওয়ার পরে ক্যামেরার সামনে সেটি দেখান। ফের তাসের গোছার মধ্যে থেকে সেই তাসটিকেই বার করে দেখান আয়ার। সেটা দেখে অবাক হন সিরাজ। সেখানে দাঁড়িয়ে সেই জাদু উপভোগ করছিলেন দলের আরও দুই সতীর্থ লোকেশ রাহুল ও রুতুরাজ গায়কোয়াড়।
Weaving some magic 🪄 with a deck of cards & blowing everyone's minds
— BCCI (@BCCI) November 22, 2021
How's this card trick from @ShreyasIyer15 that got @mdsirajofficial stunned! #TeamIndia #INDvNZ pic.twitter.com/kKLongQ0CJ
রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে ভারত। তিনটি ম্যাচেই খেলেছেন আয়ার। সিরাজ অবশ্য সুযোগ পাননি প্রথম একাদশে। বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সেই দলে রয়েছেন দু’জনেই। তার মধ্যেই সাজঘরে খুনসুটিতে মাতলেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy