বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেই দলেই ছিলেন মহম্মদ সিরাজ। ২-০ ব্যবধানে সেই সিরিজ় জিতে ফেরার পথে ব্যাগ হারাল তাঁর। ভারতীয় পেসার টুইট করে অভিযোগ জানালেন বিমানসংস্থা ভিস্তারার কাছে। উত্তরও দিল তারা।
২৫ ডিসেম্বর শেষ হয় দ্বিতীয় টেস্ট। পরের দিন ফেরার বিমান ধরে ভারতীয় দল। সিরাজ টুইট করে লেখেন, “ঢাকা থেকে দিল্লি হয়ে মুম্বই যাচ্ছিলাম। ২৬ ডিসেম্বর দিল্লিতে নামে বিমান। তিনটে ব্যাগ নিয়ে বিমানে উঠেছিলাম। কিন্তু একটা ব্যাগ হারিয়ে গিয়েছে। আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে, ওই ব্যাগ খুঁজে আমার কাছে পাঠিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। কিন্তু এখনও আমি ব্যাগ পাইনি।”
সিরাজ আরও একটি টুইট করে বিমান সংস্থার উদ্দেশে লেখেন, “খুব দরকারি জিনিস রয়েছে ওই ব্যাগটিতে। খুব তাড়াতাড়ি ওই ব্যাগটি হায়দরাবাদে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।” সিরাজকে উত্তরও দিয়েছে সেই সংস্থা। ওই সংস্থার তরফে টুইট করে লেখে, “আমরা দুঃখিত সিরাজ। আমাদের কর্মীরা চেষ্টা করছেন আপনার ব্যাগটি খুঁজে বার করতে। যত দ্রুত সম্ভব আপনাকে ব্যাগ ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আপনার ফোন নম্বর আমাদের ব্যক্তিগত ভাবে মেসেজে পাঠান। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরাজ ব্যাগটি হাতে পাননি। তিনি বুধবার সকাল ১১.০৬ মিনিটে টুইটে লেখেন, “আমার ব্যাগটি খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি দ্রুত সেটি হায়দরাবাদে পেয়ে যাব।”
@airvistara
— Mohammed Siraj (@mdsirajofficial) December 27, 2022
I was traveling to Mumbai from Dhaka via Delhi on 26th on flight UK182 & UK951 respectively. I had checked in three bags out of which 1 has been misplaced. I was assured the bag will be found and delivered within no time but till now I have not heard anything. 1/2 pic.twitter.com/Z1MMHiaSmR
আরও পড়ুন:
It had all my important things. I request you to expedite the process and get the bag delivered to me in Hyderabad Asap. @airvistara
— Mohammed Siraj (@mdsirajofficial) December 27, 2022
এই বিমান সংস্থার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। মুম্বই থেকে দুবাই যাওয়ার পথে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরফান পাঠান। তিনি জানিয়েছিলেন যে, খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল তাঁর। ইরফান এবং তাঁর পরিবারকে বেশ কিছু সময় দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার।