আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহম্মদ নবি। ফাইল চিত্র।
মাঠের মধ্যে ব্যাটে-বলে বিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়লেও একটি বিষয়কে খুব ভয় পান আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহম্মদ নবি। সেটি হল ম্যাচের পরে সাংবাদিক বৈঠক। সেখানে গিয়ে সমস্যায় পড়েন তিনি। কারণ, তাঁর দুর্বল ইংরেজি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারানোর পরে সাংবাদিক বৈঠকে গিয়ে এ কথা জানিয়েছেন নবি। সেই বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে নেটমাধ্যমে। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটাই সব থেকে কঠিন কাজ।’’ তার পরে আয়োজকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘‘কতগুলি প্রশ্ন রয়েছে? পাঁচ মিনিটে তো আমার ইংরেজি শেষ হয়ে যাবে।’’ তাঁর এই কথা শুনে সাংবাদিক বৈঠকেই হাসির রোল ওঠে।
"5 mint main meri English Khatam hojye gi"#T20WorldCup2021 pic.twitter.com/ugbmHFLeL4
— Abdul Wahab (@abdulwahabdr02) October 26, 2021
বিশ্বকাপে দুরন্ত শুরু হয়েছে আফগানিস্তানের। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ করেন আফগানরা। পরে মাত্র ৬০ রানে স্কটল্যান্ডকে অলআউট করে দেন রশিদ খানরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy