এই বিবাদের জেরেই শাস্তি। ছবি: টুইটার
ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়রা খেলছেন এই লিগে। সেই ‘বুড়ো’-দের ক্রিকেটে মাঠে, ঝামেলা, জরিমানা। লেজেন্ডস লিগ ক্রিকেটে ইউসুফ পাঠানের সঙ্গে মাঠেই ধাক্কাধাক্কি করায় ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসনকে। তাঁকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাঁকে বড় শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রবিবার জোধপুরে ভিলওয়ারা কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচে এই ঘটনা ঘটেছে। কিংসের ইনিংসের ১৯তম ওভারে এই ঘটনা ঘটে। ওভারের শেষ বলে ইউসুফকে আউট করেন জনসন। তার আগে প্রথম তিন বলে জনসনকে দু’টি ছয় এবং একটি চার মারেন ইউসুফ। এর পর ক্যাচ দিয়ে ইউসুফ আউট হতেই ঝামেলা শুরু হয়।
#ICYMI: Things got really heated in @llct20 between Yusuf Pathan and Mitchell Johnson. 🔥 pic.twitter.com/4EnwxlOg5P
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) October 2, 2022
ইউসুফের উদ্দেশে কিছু বলেন জনসন। বিষয়টি ভাল ভাবে নেননি তিনি। পাল্টা ইউসুফ রাগত মুখে এগিয়ে যেতে থাকেন জনসনের দিকে। বাকবিতণ্ডা ক্রমশ খারাপ দিকে যাচ্ছিল। এমন সময়ে হঠাৎই ইউসুফকে সজোরে ধাক্কা দেন জনসন। পাল্টা ইউসুফ কিছু বলার আগেই দুই মহিলা আম্পায়ার এসে সরিয়ে নিয়ে যান দু’দলের ক্রিকেটারদের।
ম্যাচে চার ওভারে ৫১ রানে দু’উইকেট নেন জনসন। শেষ হাসি তিনিই হেসেছেন। তাঁর দল ইন্ডিয়া ক্যাপিটালস চার উইকেটে ভিলওয়ারা কিংসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy