মায়ার বল করার এই ভঙ্গিই আলোচনার কেন্দ্রে। ছবি: আইপিএল
দক্ষিণ আফ্রিকার রহস্য স্পিনার পল অ্যাডামসকে মনে আছে? না থাকলেও আপনাকে প্রাক্তন প্রোটিয়া বোলারের কথা মনে করিয়ে দেবেন মায়া সোনাওয়ানে।
মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে খেলছেন মায়া। মহারাষ্ট্রের এই মহিলা স্পিনার এখনও দেশের হয়ে খেলার সুযোগ পাননি। ডানহাতি লেগ স্পিনারের এদিনই অভিষেক হল দীপ্তি শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে। প্রথম দিনেই তাঁর বল করার ভঙ্গি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
২৩ বছরের স্পিনারের বল করার অদ্ভুত ভঙ্গির সঙ্গে তুলনা শুরু হয়েছে অ্যাডামসের। হাত থেকে বল ছাড়া সময় প্রাক্তন প্রোটিয়া স্পিনারের মুখ থাকত লং অন বাউন্ডারির দিকে। মায়ার ক্ষেত্রে তেমন না হলেও, বল ছাড়ার মুহূর্তে তাঁর মাথা নেমে আসে প্রায় মাটির কাছে। দু’জনের পার্থক্য রয়েছে আরও একটি। অ্যাডামস ছিলেন বাঁহাতি স্পিনার। মায়া ডানহাতি।
Debut for 23 year old leg spinner from Maharashtra, Maya Sonawane#My11CircleWT20C#WomensT20Challenge2022 pic.twitter.com/IRylJ62EGx
— WomensCricCraze🏏( Womens T20 Challenge) (@WomensCricCraze) May 24, 2022
মহিলাদের কুড়ি ওভারের প্রতিযোগিতার আকর্ষণের কেন্দ্রে এখন মায়া। মহারাষ্ট্রের স্পিনারকে শুরু হয়েছে চর্চা। ক্রিকেটপ্রেমীরাও মজেছেন তাঁর মজার বোলিং ভঙ্গিতে। ২ ওভার বল করে ১৯ রান দিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy