Advertisement
০৫ নভেম্বর ২০২৪
WTC Final 2023

কাঁচা ঘুম ভাঙিয়ে ব্যাটিং! বিরাটদের বিরুদ্ধে নামার আগে কী করেছিলেন লাবুশেন, জানালেন সতীর্থ

সাজঘরে লাবুশেনের ঘুমিয়ে পড়া নিয়ে মজা করছেন সতীর্থরা। যদিও ঘুম থেকে উঠে লাবুশেনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন স্টার্ক।

picture of Marnus Labuschagne

মার্নাশ লাবুশেন। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৪:৩২
Share: Save:

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা হলেই মার্নাস লাবুশেনের ঘুমের প্রসঙ্গ উঠছে। ক্রিকেটপ্রেমীরা মজা করছেন। লাবুশেন রেহাই পাচ্ছেন না সতীর্থদের রসিকতা থেকেও। মিচেল স্টার্ক জানিয়েছেন, ঘুম ভাঙার পর লাবুশেনের প্রথম প্রতিক্রিয়া কী ছিল।

সতীর্থ স্টার্ক জানিয়েছেন, ভারতের ইনিংস শেষ হওয়ার পর সাজঘরে ফেরার কিছু ক্ষণের মধ্যেই চোখ বন্ধ করে ফেলেন লাবুশেন। তিনি মজা করে বলেছেন, ‘‘লাবুশেন সাজঘরে ফিরে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল। হয়তো একটু ঘুমিয়ে নিতে চেয়েছিল। ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। আবার উঠেও পড়তে পারে। তবে বেশি ক্ষণ বিশ্রাম নিতে পারেনি। বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হল ওকে। স্বাভাবিক অবস্থায় ফিরতে নিজের হাঁটুতে কয়েকটা আঘাত করল। তার পর ব্যাট করতে নামল।’’

স্টার্কের মতো লাবুশেন যেমন দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন, তেমন উঠে দ্রুত তৈরিও হতে পারেন। তিনি বলেছেন, ‘‘খেলার মধ্যে ওর ঘুমের কোনও ছাপ দেখা যায়নি। বেশ ভাল খেলল ঘুম থেকে উঠে। শুক্রবার শেষ দিকে আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। কঠিন পরিস্থিতিতেও স্কোর বোর্ড সচল রেখেছিল লাবুশেন। প্রথমে স্টিভ স্মিথের সঙ্গে জুটি তৈরি করল। পরে ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেধে দলের ইনিংস সামলাচ্ছে।’’

লাবুশেন নিজে অবশ্য ঘুমিয়ে পড়ার কথা মানতে চাননি। তিনি বলেছেন, ‘‘দু’টো বলের মাঝে চোখকে বিশ্রাম দিচ্ছিলাম। বলতে পারেন একটু আরাম করছিলাম। স্নায়ুগুলোকে শান্ত রাখার চেষ্টা করছিলাম।’’

ঘটনা যাই হোক ওয়ার্নার আউট হওয়ার পর টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে, ঘুম থেকে তড়িঘড়ি উঠছেন অজি ব্যাটার। ঘুম চোখে বোঝার চেষ্টা করছেন কী ঘটেছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। টেস্ট বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের আলোচনার পাশাপাশি কথা হচ্ছে লাবুশেনের ঘুম নিয়ে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE