শুক্রবার সাজঘরে ঘুমিয়ে পড়েন লাবুশেন। ছবি: টুইটার।
টেস্ট বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাজঘরে ঘুমিয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তা নিয়ে ক্রিকেট মহলে বিস্তর রসিকতা চলছে। ম্যাথু হেডেনের মতো একাধিক প্রাক্তন আবার বেজায় চটেছেন লাবুশেনের উপর। নানা আলোচনা, সমালোচনা চললেও বিশেষ হেলদোল নেই লাবুশেনের।
বিরক্ত হেডেন বলেছেন, ‘‘জীবনে এমন ঘটনা দেখিনি। কোনও সাজঘরে কাউকে কখনও ঘুমতো দেখিনি। অস্ট্রেলিয়ার সাজঘরে কেউ একা থাকলেও এমন করে না। এই ঘটনা অবিশ্বাস্য।’’ লাবুশেন অবশ্য এ সব নিয়ে চিন্তিত নন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিন সাজঘরে ঘুম নিয়ে সমালোচনার প্রভাব তাঁর রাতের নিদ্রার উপর পড়েনি। সে কথা শনিবার সকালে সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে শুধু লিখেছেন, ‘‘গুড মর্নিং’’ বা শুভ সকাল। আর একটি পোস্টে লিখেছেন, ‘‘ওয়েল রেস্টেড’’ বা ভাল বিশ্রাম হয়েছে। এই দু’টি পোস্টেই সব সমালোচনার জবাব দিতে চেয়েছেন লাবুশেন। বোঝাতে চেয়েছেন, রাতে তাঁর ভালই ঘুম হয়েছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতে সাজঘরে লাবুশেনের ঘুমিয়ে থাকার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অজি ব্যাটার নিজে ঘুমনোর কথা মানতে চাননি। তিনি বলেছেন, ‘‘দু’টো বলের মাঝে চোখকে বিশ্রাম দিচ্ছিলাম। বলতে পারেন একটু আরাম করছিলাম। স্নায়ুগুলোকে শান্ত রাখার চেষ্টা করছিলাম।’’ তিনি আরও বলেছেন, ‘‘দেখুন সারাক্ষণ খেলা দেখা সম্ভব নয়। আমি কিন্তু খুব তাড়াতাড়ি জেগে উঠেছিলাম। সিরাজ প্রথম উইকেট খুব দ্রুত তুলে নেওয়ায় বিশ্রামটাও ঠিক মতো হল না।’’
Good morning
— Marnus Labuschagne (@marnus3cricket) June 10, 2023
Well rested 😄
— Marnus Labuschagne (@marnus3cricket) June 10, 2023
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওয়ার্নার আউট হতেই টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে অস্ট্রেলিয়ার সাজঘরের ছবি। তখন দেখা যায় দর্শকদের চিৎকারে ঘুম থেকে উঠছেন লাবুশেন। ঘুম চোখেই বোঝার চেষ্টা করছেন, ঠিক কী ঘটেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy