Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Manoj Tiwary

Manoj Tiwary: রঞ্জির প্রস্তুতি, মোহনবাগানের হয়ে স্থানীয় ক্রিকেটে নেমে পড়লেন মনোজ

নিজেকে ম্যাচ ফিট রাখতে সিএবি-র প্রথম ডিভিশন লিগে নেমে পড়লেন মনোজ তিওয়ারি। রবিবার মোহনবাগানের হয়ে বিএনআর ক্লাবের বিরুদ্ধে খেলেছেন তিনি।

বল করছেন মনোজ।

বল করছেন মনোজ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২০:৩৩
Share: Save:

রঞ্জি ট্রফির প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। বাংলা দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। এ বার নিজেকে ম্যাচ ফিট রাখতে সিএবি-র প্রথম ডিভিশন লিগে নেমে পড়লেন মনোজ তিওয়ারি। রবিবার মোহনবাগানের হয়ে বিএনআর ক্লাবের বিরুদ্ধে খেলেছেন তিনি। ব্যাটিং এবং বোলিং দুটোই করেছেন। দিনের শেষে ছন্দেই দেখিয়েছে বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীকে।

শুধু মনোজই নন, মোহনবাগানের জার্সিতে রবিবার দেখা গিয়েছে সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদারকেও। ওপেন করতে নেমে ৮৫ বলে ৫০ করেন অভিমন্যু। সুদীপ ৫৯ বলে ৬২ করেছেন। সেটাই দলের সর্বোচ্চ রান। দু’টি চারের সাহায্যে ১৩ বলে ১০ রান করে ফিরে যান মনোজ। ৪২ ওভারে ৭ উইকেটে ২৭০ তোলে মোহনবাগান।

ব্যাটার মনোজ।

ব্যাটার মনোজ। নিজস্ব চিত্র

জবাবে বিএনআর ২১০/৮-এর বেশি তুলতে পারেনি। মনোজ ৪ ওভার বল করেছেন। ১৯ রানের বিনিময়ে তুলে নেন অঞ্জনাভ সাহার উইকেট। অবিনাশ কুমার ৬৫ করেন। মোহনবাগান জেতে ৬০ রানে।

এ ছাড়া রবিবার বাণী নিকেতনের বিরুদ্ধে ১০১ রানে জিতেছে সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং। ইয়ং বেঙ্গল ৬২ রানে হারিয়েছে অ্যামেচার সিসি-কে। শালকিয়া ফ্রেন্ডস ৯৮ রানে হারিয়েছে সত্য সন্ধিকে।

অন্য বিষয়গুলি:

Manoj Tiwary CAB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE