লোগোতেও চমক লখনউয়ের ছবি টুইটার
দলের নাম ঠিক করতে সমর্থকদের সাহায্য চেয়ে আগেই অভিনব পদক্ষেপ নিয়েছিল আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়ান্টস। এ বার লোগোর ক্ষেত্রে প্রাচীন ভারতীয় পুরাণের সাহায্য নিয়ে নতুনত্ব নিয়ে এল তারা। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল সোমবার লোগো প্রকাশ করেছে।
লখনউয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই লোগো পৌরাণিক পাখি গরুড়ের আদলে তৈরি। তাঁর দু’টি ডানায় রয়েছে ভারতের পতাকার তিনটি রং। শরীরের জায়গায় রয়েছে একটি ক্রিকেট ব্যাট এবং তার মাঝে রয়েছে একটি বল। ক্রিকেটের প্রতীক হিসেবেই এই লোগো গড়ে তোলা হয়েছে। লখনউ জানিয়েছে, তাদের দল গোটা ভারতের জন্য। গোটা ভারতকে ঐক্যবদ্ধ করবে লখনউ সুপার জায়ান্টস। লোগোর মাধ্যমে ইতিবাচক শক্তি এবং সাফল্যের আরও উঁচুতে ওঠার কথা বলা হয়েছে।
Soaring towards greatness. 💪🏼
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
Lucknow Super Giants is all set to stretch its wings. 🔥
Prepare for greatness! 👊🏼#LucknowSuperGiants #IPL pic.twitter.com/kqmkyZX6Yi
এ বারের আইপিএল-এ নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে লখনউ। ইতিমধ্যেই তারা অধিনায়ক হিসেবে দলে নিয়েছে কেএল রাহুলকে। পাশাপাশি তাদের বাকি দুই ক্রিকেটার হলেন মার্কাস স্টয়নিস এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়া রবি বিষ্ণোই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy