
অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
১২.৫ ওভারে ২ উইকেটে ১২১ রান মুম্বইয়ের। রিকেলটন (৬২) এবং সূর্যকুমার (২৭) অপরাজিত থাকলেন।
রাসেলের দ্বিতীয় উইকেট। রাসেলের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট জ্যাক (১৬)। মুম্বই ৯১/২।
রমনদীপকে (২২) আউট করলেন স্যান্টনার। ১৬.২ ওভারে কলকাতার ইনিংস শেষ ১১৬ রানে।
দ্বিতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রিঙ্কু (১৭)। কেকেআর ৭৪/৬।
হার্দিকের বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রঘুবংশী (২৬)। কেকেআর ৭ ওভারে ৪৫/৫।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy