যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স (টুইটার)।
ইনিংসের শেষ বলে আউট মাডান্ডে (৭)। উইকেট পেলেন খলিল। ২০ ওভারে জ়িম্বাবোয়ে ১৫২/৭।
মেয়ার্সকে (১২) আউট করলেন খলিল। জ়িম্বাবোয়ে ১৯.১ ওভারে ১৪৭/৬।
রাজাকে (৪৬) আউট করলেন তুষার। প্রথম আন্তর্জাতিক উইকেট তাঁর। জ়িম্বাবোয়ে ১৮.৩ ওভারে ১৪১/৫।
ক্যামবেলকে (৩) রান আউট করলেন বিষ্ণোই। ১৫ ওভারে জ়িম্বাবোয়ে ৯৮/৪।
বেনেটকে (৯) আউট করলেন ওয়াশিংটন। জ়িম্বাবোয়ে ১৩.৪ ওভারে ৯২/৩।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক রাজা।
মাধেভেরাকে (২৫) আউট করলেন শিবম। ১০ ওভারে জ়িম্বাবোয়ে ৬৭/২।
ব্যাট করছেন মারুমানি (১৯) এবং মাধেভেরা (২২)।
ব্যাট করছেন মারুমানি (১৫) এবং মাধেভেরা (১৭)।
ব্যাট করছেন মারুমানি (শূন্য) এবং মাধেভেরা (৪)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে ভারতের তুষার দেশপাণ্ডের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy