Advertisement
২৫ অক্টোবর ২০২৪
ndia vs new zealand

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৬:৩৯
Share: Save:
সংক্ষেপে
প্রথম দিনেই অল আউট হয়ে গিয়েছিল নিউ জ়িল্যান্ড।
ভারতীয় বোলারদের দাপট দেখেছিল পুণে।
দিনের শুরুটা কিউয়িদের জন্য ভাল হলেও ২৫৯ রানে শেষ হয়ে যায় তারা।
ভারত রোহিতের উইকেট হারিয়ে করেছিল ১৬ রান।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৬:১০ key status

আউট লাথাম

ধাক্কা দিলেন সেই ওয়াশিংটনই। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন লাথাম (৮৬)। শতরান হাতছাড়া হল তাঁর।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৫:০৭ key status

আউট মিচেল

আউট মিচেল। ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ তুলে দিলেন কিউয়ি ব্যাটার। যশস্বী জয়সওয়াল ক্যাচ ধরলেন। ১৮ রান করে আউট মিচেল।

Advertisement
timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৫:০২ key status

ক্যাচ ফেললেন পন্থ

ওয়াশিংটনের বল লাথামের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক পন্থের কাছে গিয়েছিল। কিন্তু তিনি বল ধরতে পারেননি। গ্লাভস গলে বল বেরিয়ে যায়।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৫:০১ key status

অর্ধশতরান লাথামের

ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন লাথাম। উল্টো দিক থেকে তিন উইকেট গেলেও কিউয়ি অধিনায়ক ক্রিজ়ে টিকে রয়েছেন। তিনি দলকে এগিয়ে নিয়ে চলেছেন।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৯ key status

উইকেট হারালেও লিড ২০০ পার

ভারতের বিরুদ্ধে পুণেতে ২০০ রানের উপর লিড নিল নিউ জ়িল্যান্ড। তিনটি উইকেট হারিয়েছে কিউয়িরা। হাতে এখনও সাত উইকেট রয়েছে।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১২:৪৭ key status

ভারতের ইনিংস শেষ ১৫৬ রানে

নিউ জ়িল্যান্ড করেছিল ২৫৯ রান। জবাবে ভারত শেষ ১৫৬ রানে। মিচেল স্যান্টনার একাই নিলেন সাত উইকেট। ১০৩ রানে লিড পেল কিউয়িরা।

Advertisement
timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১১:২১ key status

আউট অশ্বিনও

বল নিচু হচ্ছে পুণের পিচে। মিচেল স্যান্টনারের বল যতটা উঠবে ভেবেছিলেন অশ্বিন, ততটা ওঠেনি। তাতেই উইকেটের সামনে অশ্বিনের পা পেয়ে গেলেন স্যান্টনার। এলবিডব্লিউ হয়ে যান ভারতীয় অলরাউন্ডার। রিভিউ নেওয়ারও প্রয়োজন মনে করেননি।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১১:১৫ key status

আউট সরফরাজ়

উইকেট দিয়ে এলেন সরফরাজ়। আচমকা মারতে গেলেন তিনি। শরীর জায়গায় ছিল না। ফলে শটে জোর পাননি। ক্যাচ দিলেন মিড অনে। পুণের পিচে বড় শট খেলা সহজ হচ্ছে না। কিন্তু সেই ভুলটাই করলেন সরফরাজ়।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১১:০৫ key status

এ বার আউট পন্থ

ক্রমশ চাপ বাড়ছে ভারতের। নিউ জ়িল্যান্ডকে ২৫৯ রানে আটকে রেখেছিলেন ওয়াশিংটন সুন্দরেরা। কিন্তু বোলারদের কৃতিত্ব ব্যাটারদের কারণে ম্লান হওয়ার পথে। কোনও ব্যাটারই রান করতে পারছেন না। এ বার আউট পন্থ। বোল্ড হলেন তিনি। বলের লাইন বুঝতে পারেননি পন্থ। আড়াআড়ি শট খেলতে গিয়ে বোল্ড হলেন তিনি।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১১:০৩ key status

স্লিপে ক্যাচ দিলেন যশস্বী

শুভমন এবং বিরাটকে হারিয়ে ভারতীয় দল তখন চাপে, সেই সময় উইকেট দিয়ে এলেন যশস্বী। তরুণ ওপেনার গ্লেন ফিলিপ্সের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিলেন। ৩০ রান করে ফিরলেন তিনিও।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১০:৫৬ key status

বিরাট আউট ফুলটস বলে

বোল্ড হলেন বিরাট। মাত্র ১ রান করে আউট তিনি। শুভমন আউট হওয়ার পর পুণের মাঠে চিৎকার শুরু হয় বিরাটের নামে। কিন্তু তা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। স্যান্টনারের বলেই আউট হলেন বিরাট। ফুলটস বল ছিল। আড়াআড়ি খেলতে গিয়ে উইকেট দিলেন বিরাট। বলের লাইনই বুঝতে পারলেন না ৮০টি আন্তর্জাতিক শতরানের মালিক।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১০:৫৪ key status

সোজা বলে আউট শুভমন

ভারতের হয়ে তিন নম্বরে নামা শুভমন দ্বিতীয় দিনের সকালে টিকতে পারলেন না। মিচেল স্যান্টনারের বলে আউট হলেন তিনি। পুণের পিচে বৃহস্পতিবার থেকে বল ঘুরছে। শুভমন যে বলে আউট হলেন সেটি সোজা তাঁর পায় লাগে। কিন্তু তিনি ভেবেছিলেন বল ঘুরবে। স্পিনের জন্য খেলেছিলেন। কিন্তু সোজা বলে আউট হয়ে গেলেন শুভমন। ৩০ রান করে সাজঘরে তিনি।

timer শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১০:৪১ key status

একের পর উইকেট হারাচ্ছে ভারত

শুভমন গিল আউট হওয়ার কিছু ক্ষণের মধ্যেই আউট হয়ে যান বিরাট কোহলি। সেই ধাক্কা সামলানোর আগেই আউট যশস্বী জয়সওয়াল। ৭০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE