Advertisement
২৫ নভেম্বর ২০২৪
জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ০৯:৫৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২১:৫২ key status

জিতল ভারত

ছয় মেরে দলকে জেতালেন রাহুল। ভারত জিতল ছয় উইকেটে।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২১:৩৩ key status

আউট কোহলি

শতরান হাতছাড়া কোহলির। ৮৫ রান করে আউট হয়ে গেলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২০:৩৫ key status

অর্ধশতরান রাহুলের

বিরাটের পরে অর্ধশতরান করলেন রাহুলও। ৭২ বলে ৫০ রান করলেন তিনি।  

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২০:২৮ key status

অর্ধশতরান বিরাটের

ভরসা দিচ্ছেন বিরাট। ৭৫ বলে অর্ধশতরান করেছেন তিনি। ভারতের রান ১০০ পার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৯:১৭ key status

১০ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২৭

ইনিংস ধরার চেষ্টা করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বিরাট ১৭ ও রাহুল ৭ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৪২ key status

আউট শ্রেয়স আয়ার

রোহিতের পর শূন্য রানে ফিরলেন শ্রেয়স আয়ারও। ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে দলের। রান তাড়া করতে নেমে চাপে ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৪০ key status

আউট রোহিত শর্মা

ঈশানের পর আউট রোহিতও। শূন্য রানে ফিরলেন ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৩২ key status

আউট ঈশান

প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। অফ স্টাম্পের বাইরের বলে লোভ সামলাতে পারেননি ঈশান কিশন। স্লিপে ক্যাচ দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৮ key status

অল আউট অস্ট্রেলিয়া

১৯৯ রানে অল আউট অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্য ২০০ রান। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৫১ key status

আউট অ্যাডাম জ়াম্পা

হার্দিকের বলে ৬ রান করে আউট জ়াম্পা। অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৩১ key status

আউট কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করলেন বুমরা। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়ল ১৬৫ রানে।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ key status

উইকেট নিলেন অশ্বিনও

ঘরের মাঠে উইকেট নিলেন অশ্বিন। ৮ রান করে আউট ক্যামেরন গ্রিন। ১৪০ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৬ key status

অস্ট্রেলিয়ার ষষ্ট উইকেটের পতন

নিজের দ্বিতীয় উইকেট নিলেন কুলদীপ। ১৫ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে ৬ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২৬ key status

এক ওভারে জোড়া উইকেট জাডেজার

লাবুশেনের পরে অ্যালেক্স ক্যারেকে আউট করলেন জাডেজা। শূন্য রানে আউট ক্যারে। ১১৯ রানে পঞ্চম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২১ key status

দ্বিতীয় উইকেট জাডেজার

স্মিথের পরে লাবুশেনকেও ফেরালেন জাডেজা। ২৯ রান করে আউট হলেন লাবুশেন। ১১৯ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৬:১০ key status

আউট স্মিথ

৪৬ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট স্টিভ স্মিথ। ১১০ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ key status

অস্ট্রেলিয়ার রান ১০০ পার

২৫তম ওভারে ১০০ রান পার হল অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশেন। ধরে খেলছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৩৮ key status

২০ ওভার শেষে

২০ ওভারে ৮৫ রান তুলল অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (৩৬) এবং মার্নাস লাবুশেন (৮)।

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:২২ key status

আউট ডেভিড ওয়ার্নার

ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন কুলদীপ যাদব। ওয়ার্নারকে ফেরালেন তিনি। ৪১ রান করে আউট ওয়ার্নার। ৭৪ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:১৩ key status

জুটি গড়ছেন ওয়ার্নার-স্মিথ

অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ব্যাটার ভাল খেলছেন। ১৫ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে দল। ওয়ার্নার ৪০ ও স্মিথ ৩১ রান করে খেলছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy