Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
রবি বিষ্ণোই।

রবি বিষ্ণোই। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২২:৪৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২২:৪৭ key status

জিতল ভারত

দ্বিতীয় টি২০ ম্যাচেও জিতে গেল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৪৪ রানে।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২২:২৬ key status

পর পর উইকেট হারাল অস্ট্রেলিয়া

ভারতীয় বোলারদের দাপট। একের পর এক উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। ১৫২ রানে ৮ উইকেট হারিয়েছে তারা। জয়ের থেকে ক্রমশ দূরে সরছে সদ্য বিশ্বজয়ীরা।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:৩৪ key status

আউট স্মিথ

চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। এ বার আউট স্মিথ। প্রসিদ্ধের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। দৌড়ে এসে শরীর ছুড়ে ক্যাচ ধরলেন যশস্বী।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:২৫ key status

আউট ম্যাক্সওয়েল

এ বার আউট ম্যাক্সওয়েল। ৫৩ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অক্ষরের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন ম্যাক্সওয়েল।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:১৯ key status

আউট ইংলিস

আগের ম্যাচের শতরানকারীকে ফিরিয়ে দিলেন বিষ্ণোই। দারুণ ক্যাচ নিলেন তিলক বর্মা।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:১২ key status

আউট শর্ট

বিষ্ণোইয়ের গুগলি বুঝতে না পেরে বোল্ড ম্যাথু শর্ট (১৯)। অস্ট্রেলিয়া ৩৭-১।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:০২ key status

অস্ট্রেলিয়া ১ ওভারে ১১-০

আরশদীপ প্রথম ওভারেই দুটি চার হজম করলেন।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪৮ key status

২৩৫ রান ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩৫ রান তুলল ভারত। তিন ব্যাটার অর্ধশতরান করলেন। শেষবেলায় ঝড় তুললেন রিঙ্কুও।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪৭

রিঙ্কু ঝড়

৯ বলে ৩১ রান করলেন রিঙ্কু। চারটি চার এবং দু'টি ছক্কা মেরেছেন তিনি। রিঙ্কুর দাপট দেখল তিরুঅনন্তপুরমও।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪১ key status

আউট রুতুরাজ

শেষ ওভারে বড় শট খেলার লক্ষ্য নিয়েছিলেন রুতুরাজ। তাতেই আউট হলেন তিনি। ৪৩ বলে ৫৮ রান করে আউট রুতুরাজ।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৪০

রিঙ্কু ঝড়

নেমেই মারতে শুরু করলেন রিঙ্কু। ৭ বলে ২৫ রান করলেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৩৪ key status

আউট সূর্যকুমার

১০ বলে ১৯ রান করে আউট সূর্যকুমার। ভারত অধিনায়ক বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন স্টোইনিসের হাতে।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৩৩ key status

অর্ধশতরান রুতুরাজের

ওপেনার রুতুরাজ অর্ধশতরান করলেন। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করলেন। তাঁদের দাপটে বড় রানের পথে ভারত।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:৩১ key status

আউট ঈশান

যশস্বীর মতো অর্ধশতরান করেই আউট ঈশান। ৫২ রান করলেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২০:১২ key status

ঈশানের অর্ধশতরান

ছক্কা মেরে অর্ধশতরান করলেন ঈশান। ২৯ বলে অর্ধশতরান পার করলেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:৫৬

১১ ওভার শেষে

১০৬ রান তুলেছে ভারত। যশস্বী আউট হলেও ক্রিজে রয়েছেন অন্য ওপেনার রুতুরাজ। তাঁর সঙ্গী এখন ঈশান কিশন। 

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:৩৮ key status

আউট যশস্বী

অর্ধশতরান করেই আউট যশস্বী। ২৫ বলে ৫৩ রান করলেন তিনি। দু'টি ছক্কা এবং ন'টি চার মেরেছেন যশস্বী।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:২৯ key status

যশস্বীর অর্ধশতরান

২৪ বলে অর্ধশতরান করলেন যশস্বী। তিনি ৯০ শতাংশ রান বাউন্ডারি মেরে তুলেছেন।

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:২৬

৫ ওভারে ৬২ রান

দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনারই বড় শট খেলছেন। ৫ ওভারেই ৬২ রান তুলে নিয়েছে ভারত। 

timer শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৯:১৩

২ ওভারে ১৩ রান

ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে ১৩ রান তুলল। ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy