শতরান হাতছাড়া করলেন রুট। ছবি: আইসিসি।
পর পর আউট হলেন মইন (২৯) এবং উড (৯)। তাঁদের করলেন স্টার্ক এবং মার্ফি। ইংল্যান্ড এগিয়ে ৩৬৭ রানে।
ব্যাট করছেন বেয়ারস্টো (৭৩) এবং মইন (১৪)। ইংল্যান্ড এগিয়ে ৩৩৭ রানে।
রুটকে (৯১) আউট করলেন মার্ফি। ইংল্যান্ড ৩৩২/৫। অস্ট্রেলিয়ার থেকে ৩২০ রানে এগিয়ে স্টোকসেরা।
উইকেটে রয়েছেন রুট (৭১) এবং বেয়ারস্টো (৫২)। ইংল্যান্ড এগিয়ে ২৮২ রানে।
ইংল্যান্ড ২৬৫/৪। উইকেটে রয়েছেন রুট (৬১) এবং বেয়ারস্টো (৩৪)। ইংল্যান্ড এগিয়ে ২৫৩ রানে।
ব্যাট করছেন রুট (৬১) এবং বেয়ারস্টো (৩১)। ইংল্যান্ড এগিয়ে ২৫০ রানে।
ব্রুককে (৭) আউট করলেন হ্যাজলউড। ইংল্যান্ড ২২২/৪। স্টোকসেরা এগিয়ে ২১০ রানে।
ব্যাট করছেন স্টোকস (৩৭) এবং রুট (৩১)। অস্ট্রেলিয়ার থেকে ১৭৭ রানে এগিয়ে ইংল্যান্ড।
ক্রলিকে (৭৩) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৪৫/২। ব্যাট করছেন স্টোকস (২৫) এবং রুট (শূন্য)।
ইংল্যান্ড ১৩০/১। ক্রলি (৭১) এবং স্টোকস (১২) ব্যাট করছেন। স্টার্ক ৪৩/১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy