জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত অধিনায়ক রাহুল। ফাইল চিত্র
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে নামার আগে জাতীয় সঙ্গীতের জন্য তৈরি হচ্ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ক্যামেরা তাক করল লোকেশ রাহুলের দিকে। তখনই দেখা গেল এই দৃশ্য।
মুখে চুইং গাম নিয়ে মাঠে নেমেছিলেন রাহুল। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগে পর্যন্ত সেই চুইং গাম চিবোচ্ছিলেন তিনি। কিন্তু ‘জনগণমন’ শুরু হওয়ার আগেই দেখা যায় মুখ থেকে চুইং গাম বার করে ফেলছেন তিনি। তার পরে সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন রাহুল।
KL Rahul took out the Chewing Gum from his Mouth before National Anthem ❤️
— 𝐌𝐢𝐆𝐇𝐓𝐘 (@AryanMane45) August 18, 2022
Proud of You @klrahul ❤️🔥#INDvsZIM | #CricketTwitter pic.twitter.com/erBYx16auA
ভারত অধিনায়কের এই ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে। সবাই রাহুলের এই কাজের প্রশংসা করেছেন। তাঁদের মতে, জাতীয় সঙ্গীত গাওয়ার আগে মুখ থেকে চুইং গাম ফেলে দিয়ে দেশকে সম্মান জানিয়েছেন তিনি।
এর আগে গত বছর অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দেখা গিয়েছিল, ভারতীয় বোলার মহম্মদ সিরাজের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। তার কয়েক দিন আগেই বাবাকে হারিয়েছিলেন সিরাজ। বাবার স্বপ্ন ছিল তিনি ভারতের হয়ে খেলবেন। বাবার স্বপ্ন পূরণ হওয়ায় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সিরাজের কান্নার ভিডিয়োও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy